ব্রেকিং নিউজ
Home - অপরাধ - সুন্দরবনে র‌্যাব ও কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে ৪দস্যু নিহত ১৮টি আগ্নেয়াস্ত্র, ৫৮২ রাউন্ড গুলি উদ্ধার

সুন্দরবনে র‌্যাব ও কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে ৪দস্যু নিহত ১৮টি আগ্নেয়াস্ত্র, ৫৮২ রাউন্ড গুলি উদ্ধার

শরণখোলা সংবাদদাতা > পূর্ব সুন্দরবনে র‌্যাব-৮ ও কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু নয়ন বাহিনীর প্রধানসহ চার দস্যু নিহত হয়েছেন। আজ বৃহম্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বাগেরহাটের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের আওতাধীন শুকপাড়া চান্দেশ্বর এলাকায় এঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১৮টি আগ্নেয়াস্ত্র, ৫৮২ রাউন্ড তাজা গুলি, ৭টি ধারালো অস্ত্র, দস্যুদে ব্যবহৃত বিভিন্ন মালামাল ও সরদ উদ্ধার করা হয়েছে।
নিহত দস্যুরা হলেন, নয়ন বাহিনীর প্রধান মনির (৩৫) এবং তার বাহিনীর সদস্য এনামুল (৩২), গিয়াস (২৫) ও হাসান (২০)। বাহিনী প্রধানের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় এবং বাকি তিন জনের বাড়ি চট্টগ্রাম। র‌্যাব, কোস্টগার্ড ও পুলিশ এতথ্য নিশ্চিত করেছে।
বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম জানান, বনদস্যু নয়ন বাহিনী ১০-১২ দিন আগে ১৯ জেলেকে মুক্তিপনের দাবিতে অপহরণ করে। ওই ১৯জনের মধ্য থেকে এক জেলে মুক্তিপন দিয়ে ছাড়া পেয়ে অপহরণের বিষয়টি র‌্যাবকে জনান। ওই জেলের মাধ্যমে জিম্মি জেলে ও দস্যুদের অবস্থান নিশ্চিত হয়ে গত ৮ মার্চ র‌্যাব ও কোস্টগার্ড যৌথ অভিযান শুরু করে। র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির ও ভোলা কোস্টগার্ড পশ্চিম জোনের ক্যাপ্টেন আনোয়ার হোসেনের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা সকাল সাড়ে ৬টার দিকে কচিখালী অভয়ারণ্য কেন্দ্র ও চান্দেশ্বরের মাঝামাঝি শুকপাড়া এলাকা পৌঁছায়। দস্যুরা যৌথ বাহিনীর সদস্যদের দেখতে পেয়ে বনের ভেতর থেকে আকষ্মিকভাবে গুলি বর্ষণ করতে থাকে। এসময় যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়। সকাল সোয়া ৭টা পর্যন্ত প্রায় পৌনে এক ঘন্টা ধরে চলে এ বন্দুকযুদ্ধ। একপর্যায়ে যৌথবাহিনীর গুলির মুখে টিকতে না পেয়ে পিছুহটে দস্যুরা বনে পালিয়ে যায়। যুদ্ধবিরতির পর ঘটনাস্থল তল্লাশি চালিয়ে চার দস্যুর গুলিবিদ্ধ লাশ, ৪টি একনলা বন্দুক, ৪টি দোনলা বন্দুক, ৪টি কাটা রাইফেল, ২টি টুটুবোর, ৬টি ওয়ান শুটার, ৭টি ধারালো অস্ত্র, ১৩৫টি টুটুবোর রাইফেলের গুলি, ৪১টি বন্দুকের গুলি, ৪০৬টি এয়ার রাইফেলের গুলি ও ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, দস্যুদের লাশ ও অস্ত্রশস্ত্র বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে। অপহৃত জেলেদের উদ্ধার ও দস্যু দমনে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মিয়া জানান, দস্যুদের লাশ ও অস্ত্রশস্ত্র থানায় হস্তান্তর করেছে। এঘটনায় র‌্যাবের পক্ষ থেকে ডিএডি আমিনুল ইসলাম বাদি হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...