ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মঠবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া বরিশাল র‌্যাব-৮ এর একটি টহল দল অভিযান চালিয়ে রবিবার বিকালে নাছির উদ্দিন জমাদ্দার(৩৫)নামে এ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। এসময় র্যাববের দল ওই মাদক ব্যবসায়ির নিকট মজুদকৃত ১০০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। গ্রেফতারকৃত নাছির মঠবাড়িয়ার ছোট শৌলা গ্রামের মৃত তুজাম্বর জমাদ্দারের ছেলে।
র‌্যাব সূত্রে জানাগেছে, র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসির একটি বিশেষ টহল দল রবিবার বিকাল পাঁচটার দিকে মঠবাড়িয়া থানা এলাকায় টহল ডিউটি করাকালীন কাটাখালী বাজারে অবস্থানকালে গোপনে সংবাদ পেয়ে ছোট শৌলা ভগীরথপুর বাজারের অধ্যক্ষ মো. আবুল কালাম হাওলাদার মার্কেটের সামনে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ি নাছির উদ্দিন জমাদ্দার পালানোর চেষ্টাকালে র‌্যাবের দল তাকে আটক করে। এসময় র‌্যাব সদস্যরা তার শরীর তল্লশী করে প্যান্টের পকেট হতে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
র‌্যাব জানিয়েছে, ধৃত আসামী স্বীকার করে যে সে দেশের বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে পিরোজপুর জেলার মঠবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় বরিশাল র‌্যাবের সহকারী পরিচালক সিকদার আশরাফুর রহমান বাদি হয়ে রবিবার রাতে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িকে আজ সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...