ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মা ইলিশ শিকারের দায়ে কাউখালীতে তিন জেলের কারাদণ্ড

মা ইলিশ শিকারের দায়ে কাউখালীতে তিন জেলের কারাদণ্ড

কাউখালী প্রতিনিধি <.>

পিরোজপুরের কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে কঁচা নদীতে মা ইলিশ শিকার করার অপরাধে তিন জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডিত জেলেরা হলো উপজেলার সয়না গ্রামের মো. আলাল খান এরে ছেলে জেলে শাহজালাল খান, মেঘপাল গ্রামের ইমাম ডাক্তার এর ছেলে জেলে মো. আল আমিন, একই গ্রামের আলমগীর হোসেন আকন এর ছেলে জেলে মো. মেহেদী আকন।
শনিবার দিনগত গভীর রাতে উপজেলার কচা নদীতে মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশের যৌথ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে ওই তিন জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার মিটার কারেন্টজাল, ৭ কেজি মা ইলিশ ও মাছ ধরার একটি নৌকা জব্দ করা হয়।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল হক ভ্রাম্যমান আদালতে ওই তিন জেলের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভূষন পাল ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত জাল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল হক এর উপস্থিতিতে পুড়িয়ে বিনস্ট করা হয়। উদ্ধারকৃত ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...