ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভাণ্ডারিয়ায় পণ্যবাহী ট্রাকসহ ৪০০ বস্তা চাল আটক

ভাণ্ডারিয়ায় পণ্যবাহী ট্রাকসহ ৪০০ বস্তা চাল আটক

 

পিরোজপুর প্রতিনিধি <>

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কালে একটি পণ্যবাহী ট্রাক সহ ৪০০ বস্তা চাল আটক করেছে পুলিশ। বুধবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে পৌরশহরের লিয়াকত মার্কেটের সম্মূখ সড়ক থেকে ভা-ারিয়া থানা পুলিশ এ চাল আটক করে। এসময় ট্রাক চালক মো. আনোয়র হোসেন (৫৮) ও হেলপার রবিন (২১) কে আটক করা হয়। আটককৃত ৪০০ বস্তা চাল ভিজিডি ও ভিজিএফ চাল ভাণ্ডারিয়া খাদ্যগুদাম ও আমূয়া খাদ্যগুদাম হতে সংগ্রহের পর তা কালোবাজারে বিক্রির উদ্যেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করছে।

ভা-ারিয়া থানা সূত্রে জানাগেছে, বুধবার দিনগত রাতে দিকে ঢাকা-মেট্রো-ট- বি-৮৮৯৮ নম্বরের একটি পরিবহন ট্রাকে ৪০০ বস্তা চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয় চাল ব্যবসায়ী হেমায়েত উদ্দীন খান তার প্রতিষ্ঠান সহাত এন্টারপ্রাইজ এর মাধ্যমে সাতক্ষিরার ৩০ মাইল এলাকায় সরবরাহ করে।
পুলিশ গোপনে সংবাদ পেয়ে ঘটনার দিন রাতে ভা-ারিয়া পৌর শহরের লিয়াকত মার্কেটে এর সম্মূখ সড়কে অভিযান চালিয়ে ট্রাক বোঝাই ওই চাল আটক করে।

উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আওলাদ হোসেন জানান, আটককৃত চাল তাদের নয়, এ সম্পর্কে তার কোন ধারণা নেই।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এল এসডি) মেজাবা উদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এরিয়ে যান।

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এসএম মাকসুদুর রহমান চাল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...