ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুর আদালতে মাদক মামলায় এক ব্যাক্তির ১৫ বছরের কারাদন্ডাদেশ

পিরোজপুর আদালতে মাদক মামলায় এক ব্যাক্তির ১৫ বছরের কারাদন্ডাদেশ

পিরোজপুর প্রতিনিধি <>
পিরোজপুরে মাদক মামলায় এক ব্যক্তিকে ১৫ বছরের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। আজ রোববার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল মান্নান এ আদেশ দেন। এ সময় আদালত সাজাপ্রাপ্ত ওই মাদক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্ত নুহু হাওলাদার (৩৬) জেলার ভান্ডারিয়া উপজেলার বাস স্ট্যান্ড এলাকার নূর মোহাম্মদ হাওলাদার এর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২২ নভেম্বর বরিশাল র‌্যাব- ৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়ার বাসস্ট্যান্ড এলাকা থেকে নুহু হাওলাদারকে ১ হজার ১শতটি ইয়াবা সহ আটক করে। পরে এ ঘটনায় ওই দিন রাতে র‌্যাব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভান্ডারিয়া থানায় নুহুকে আসামী করে একটি মামলা দায়ের করে। আদালত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ এবং অভিযোগ পত্র সহ অন্যান্য কাগজ পত্র পর্যালোচনা করে অপরাধীর অপরাধ সন্দেহাতিত ভাবে প্রমাণিত হওয়ায় এ দন্ড ও অর্থ দন্ডের আদেশ দেন। সরকার পক্ষে পিপি খান মো. আলাউদ্দিন ও আসামী পক্ষে এ্যাডভোকেট আহসানুল কবির বাদল এ মামলা পরিচালনা করেন।
আজ রায় ঘোষণার সময় আসামী নুহু হাওলাদার আদালতে উপস্থিত ছিলো।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...