ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় হিন্দু পরিবারের কৃষিজমি জবর দখলের অভিযোগ

মঠবাড়িয়ায় হিন্দু পরিবারের কৃষিজমি জবর দখলের অভিযোগ

 

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক হিন্দু পরিবারের কৃষিজমিতে আবাদকৃত ফসলের ওপর চাষ দিয়ে জবর দখলের অভিযোগে উঠেছে । দখলদার প্রভাবশালী সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে ভূক্তভোগি পরিবারটি অভিযোগ করেছেন।
আজ রোববার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের অবসর প্রাপ্ত সমাজসেবা বিভাগের কর্মচারী সুভাষ চন্দ্র রায় লিখিত বক্তব্য পাঠ করে এ অভিযোগ করেন ।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, উপজেলার তুষখালী ইউনিয়নের শাখারীকাঠি গ্রামের সমাজসেবা বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী সুভাষ চন্ত্র রায়ের পিতা প্রয়াত যতীন্দ্র নাথ রায় এবং জ্যাঠা অবনী ভূষণ রায় ১৯৫০ সালে উপজেলার শাখারীকাঠী মৌজার ৬৬/৩৯ নং জে,এল ও ৪২০/ ৪২৮ নং খতিয়ান থেকে ১.৬৬ শতক কৃষিজমি সাব কবলা দলিল মূলে ক্রয় করে শান্তিপূর্ণভাবে চাষাবাদ করে ভোগ দখল করে আসছেন। কিন্তু গত কয়েক বছর ধরে শাখারীকাঠী গ্রামের মৃত শফিজদ্দিন সরদারের ছেলে সাবেক ইউপি সদস্য হাকিম সরদার এবং হরিদাশ মিস্ত্রীর ছেলে সুকেশ মিস্ত্রী ও নিকেশ মিস্ত্রী ওই জমি দখলের পায়তারা চালায়। গতবছর আবাদকৃত ফসল কর্তন মৌসুমে তারা ওই জমির পাকা ধান কেটে নেওয়ার চেষ্টা করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে প্রতিকার চেয়ে ভূক্তভোগি হিন্দু পরিবারটি লিখিত অভিযোগ করলে দখলকারিরা বাঁধাগ্রস্ত হন। এরপর থেকে নানাভাবে প্রভাবশালী মহলটি ওই সংশ্লিষ্ট হিন্দু পরিবারটিকে ভয়ভীতি দেখিয়ে কৃষিজমি জবর দখলের হুমকী দিয়ে আসছে।

ভূক্তভোগি সুভাষ চন্দ্র রায় অভিযোগ করেন, চলতি আমন মৌসুমে ওই জমি চাষাবাদ করে আমনের বীজতলা তৈরী করেন তিনি। প্রতিপক্ষ প্রভাবশালী হাকিম সরদার ও তার দলবল মিলে সম্প্রতি পাওয়ার টিলার দিয়ে চষে ওই জমির আমনবীজতলা নষ্ট করে দেয়। এরপর দখলদাররা সেখানে চাষ দিয়ে জোরপূর্বক ধানের আবাদ করে কৃষিজমি দখল করে নেয়। এ ঘটনায় ভূক্তভোগি সুভাষ চন্দ্র গত ৯ জুলাই মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষ দখলদার প্রভাবশালীরা আমিসহ হিন্দু পরিবারটিকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে আসছে।

এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য মো. হাকিম সরদার হিন্দু পরিবারটিকে ভয়ভীতি ও জমি জবর দখলের অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, সুভাষ চন্দ্রের ওয়ারিশ এক নিকট আত্মীয় কয়েকজন ওয়ারিশের নিকট হতে বায়না রেজিষ্ট্রি মূলে ওই জমির আমি দাবিদার।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...