ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলা তুলে না নিলে বাদিকে এসিড নিক্ষেপের হুমকি : শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

মঠবাড়িয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলা তুলে না নিলে বাদিকে এসিড নিক্ষেপের হুমকি : শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

 

মঠবাড়িয়া প্রতিনিধি >>
পিরোজপুরের মঠবাড়িয়ায় দশম শ্রেণির পড়–য়া স্কুল ছাত্রী (১৬)কে সংঘবদ্ধ বখাটে কর্তৃক ধর্ষণ ঘটনার মামলার বাদিকে এসিডে ঝলসে দেওয়া হুমকীর অভিযোগ উঠেছে আসামীদের বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতারের দাবি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এ অভিযোগ করেন। আজ শুক্রবার সকালে সমিতির কার্যালয় এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খান।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ, গত ৩০ নভেম্বর দুপুরে ওই ছাত্রী মিরুখালী স্কুল এন্ড কলেজ থেকে বাড়ি ফেরার পথে পূর্ব পরিচিত স্থানীয় বখাটে সাইফুল, নাজমুল, শাওন এবং ইসমাইল একটি ঘরে ডেকে নিয়ে পালাক্রমে গণ ধর্ষণ করে। এসময় ধর্ষণের অশ্লীল চিত্র মোবাইলে ভিডিও করে। পরে ওই ছাত্রীকে ভিডিও চিত্র মোবাইলে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আবার ধর্ষণের চেষ্টা চালায়। এতে স্কুল ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ১মার্চ চার জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পুলিশ এ মামলার আসামী ইসমাইল জোমাদ্দার(২০)কে গ্রেফতার করলেও অন্য তিনজন পলাতক রয়েছে। গ্রেফতারকৃত ইসমাইল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। এদিকে মামলা দায়ের দুই মাস অতিবাহিত হলেও এ মামলা জড়িত থাকা অন্য তিন আসামীকে পুলিশ গ্রেফতার না করায় এলাকাসহ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ক্ষেভের সৃষ্টি হলে শিক্ষক সমিতির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ভূক্তভোগি স্কুল ছাত্রীর মা ও মামলার বাদি অভিযোগ করেন, গ্রেফতারকৃত ইসমাইলের বাবা এমাদুল খলিফা ও আসমি নাজমুল মামলা তুলে না নিলে তাকে এসিড মারার হুমকি দেন।
এসময় ওই ছাত্রীর হত দরিদ্র বাবা জানান, বখাটেদের বিরুদ্ধে মামলা দায়ের করায় স্থানীয় যুবলীগ নেতা লাভলু তালুকদার ওই ছাত্রী স্কুলে যাওয়া আসার পথে লোক জনের উপস্থিতিতে উত্ত্যাক্ত করে এবং বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন করে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...