ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় র‌্যাবের অভিযানে জেএমবি সদস্য আবুল কালাম আটক

মঠবাড়িয়ায় র‌্যাবের অভিযানে জেএমবি সদস্য আবুল কালাম আটক

 

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় র‌্যাবের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে আবুল কালাম আজাদ (৪৫) নামের উগ্রপন্থী জঙ্গী গোষ্ঠির সক্রিয় এক সদস্যকে আটক করেছে। র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল শনিবার দিনগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার সাপলেজা ইউনিয়নের বাবুরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বরিশাল র‌্যাব-৮ এর সদও দপ্তর সূত্রে জানাগেছে, গোয়েন্দা নজরদারীর মাধ্যমে র‌্যাব বরিশাল অঞ্চলে কয়েকজন জঙ্গী/উগ্রপন্থীর অবস্থান সম্পর্কে র‌্যারে গোয়েন্দা তেেথ্যর ভিত্তিতে তথ্য পেয়ে র‌্যাব-৮ এর আভিযানিক দল উপজেলার বাবুর হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে জেএমবি সদস্য আবুল কালাম আজাদকে আটক করে।
গ্রেফতারকৃত আবুল কালাম নিষিদ্ধ জঙ্গী গোষ্ঠির সাথে সম্পৃক্ত বলে র‌্যাব জানিয়েছেন। আটককৃত আবুল কালাম পার্শ¦বর্তী বরগুনার জেলা সদর ইউনিয়নের বড় গৌরীচন্না গ্রামের মৃত আব্দুল ওহাব বিশ^াসের ছেলে। তাকে বরিশাল র‌্যাব কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবি’র সক্রিয় সদস্য বলে স্বীকার করে।

র‌্যাব সূত্র আরও জানান,আবুল কালাম বরগুনার গৌরীচন্না উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পাশ করে মুহুরী পেশায় নিযুক্ত হন। ২০১২ সালে তালিকাভূক্ত জঙ্গী জসিম উদ্দীন রহমানির সাথে তার সরাসরি পরিচয়ের সুবাদে উগ্রপন্থী কার্যক্রম তথা জঙ্গীবাদের দিকে অনুপ্রাণিত হয়। সে জঙ্গী গোষ্ঠির দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য হয়ে জসিমউদ্দীন রহমানির সাথে সে ঘনিষ্ঠ হিসেবে আরো যুবকদের জঙ্গী তৎপরতায় অনুপ্রাণিত করার কাজ শুরু করে। ২০১৩ সালে গোপন বৈঠক করা কালীন সে পুলিশের হাতে জসিমউদ্দীন রহমানিসহ গ্রেফতার হয়েছিল। ওই মামলায় জামিনে আসার পর থেকে জেএমবির মতবাদের দাওয়াতি কার্যক্রম গোপনে নতুন করে শুরু করে। তার মাধ্যমে র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার আতিকুর রহমান , বাবু ,শাওন, মানিক বেপারী, আব্দুল্লাহ, আল আমিন, মাইনুদ্দিন, মেহেদী হাসান ও মিরাজ উগ্রপন্থী কার্যক্রমে সম্পৃক্ত হয়। র‌্যাব এসব জঙ্গীদের গ্রেফতারের পর এদের মূল হোতা আবুল কালাম পুরোপুরি গা ঢাকা দেয়। সে দীর্ঘদিন যাবত মঠবাড়িয়া উপজেলার প্রত্যন্ত এলাকায় পালিয়ে থেকে নতুন করে জঙ্গী তৎপরতা চালাতে থাকে। গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে তাকে সর্বশেষ মঠবাড়িয়ার বাবুরহাট বাজার এলাকায় অবস্থান নিশ্চিত হয়ে তাকে আটক করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ বলেন, র‌্যাবের হাতে জঙ্গী আটকের বিষয়টি আমরা এখনও অবগত নই। র‌্যাব এ ঘটনায় মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...