ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষকের জমি দখল করে ঘর উত্তোলেনের অভিযোগ

মঠবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষকের জমি দখল করে ঘর উত্তোলেনের অভিযোগ

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর মিরুখালী গ্রামে এক মাদ্রাসা শিক্ষকের জমি অবৈধভাবে দখল করে জোর পূর্বক ঘর উত্তোলন করছে প্রতিপক্ষরা।
উপজেলার ছোটশৌলা শাহাদাতিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা জাহাঙ্গীর হোসেন জানান, তার পিতা সৈজদ্দিন হাওলাদার একই বংশের সুলতান হাওলাদারের কাছ থেকে প্রায় ৩০ বছর পূর্বে ৭৩ শতাংশ জমি ক্রয় করেন। সুলতান হাওলাদার ৬০ শতাংশ জমি তাদের দখলে দিয়ে বাকি জমি নিয়ে তালবাহান শুরু করে। এনিয়ে একপর্যায়ে আদালতে মামলা হয়। সম্প্রতি সুলতানের ছেলে দুলাল হাওলাদার ওই মাদ্রাসা শিক্ষককে বিবাদী করে জমিজমা সংক্রান্ত বিরোধের অভিযোগ এনে মঠবাড়িয়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা করে। বিজ্ঞ আদালত বর্ণিত সম্পত্তিতে স্থিতি অবস্থায় বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু মামলার কোন সুরহা না হওয়ার আগেই বাদী দুলাল হাওলাদার তার দলবল নিয়ে মাদ্রাসা শিক্ষককে ভয়ভীতির মাধ্যমে বিরোধীয় জমিতে ঘর উত্তোলন করে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...