ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় মৎস্য সহকারীর অপসারণের দাবিতে জেলেদের মানববন্ধন

মঠবাড়িয়ায় মৎস্য সহকারীর অপসারণের দাবিতে জেলেদের মানববন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী (ফিল্ড এ্যাসিষ্টান্ড) মনিরুজ্জান এর বিরুদ্ধে নিরীহ ও হতদরিদ্র জেলেদের জেলে কার্ড দেয়ার নাম করে ঘুষ গ্রহণ, তালিকা প্রণয়নে স্বজন-প্রীতিসহ নানা অভিযোগে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে জেলেরা। আজ বুধবার দুপুরে পৌরশহরের শহীদ মিনার সম্মূখ সড়কে উপজেলার বিভিন্ন এলাকার ভুক্তভোগী জেলেরা ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে।
এসময় ক্ষুব্ধ জেলেরা মৎস্য সম্পদ রক্ষায় দূর্ণীতিবাজ মনিরের দ্রুত অপসারণের দাবি করে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির বেতমোর ইউনিয়ন সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, আওয়ামী মৎস্যজীবি লীগের পিরোজপুর জেলা কমিটির সহ সভাপতি মো. রফিকুল ইসলাম জালাল, জেলে আমজাদ হোসেন, ইব্রহীম হাওলাদার, আলমগীর হোসেন, মো. নূর আলম, রাসেল, কালাম প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকারের বিনা মূল্যে জেলে কার্ড, ভিজিডির চাল বিতরণে কার্ড প্রতি মনিরকে মোটা অংকের টাকা দিতে হয়। টাকা না দিলে কারো ভাগ্যে কার্ড জোটে না। এছাড়াও ঝাটকা সংরক্ষণ ও নদীতে মাছ ধরার অবরোধের সময় অর্থের বিনিময় জেলেদের দিয়ে বলেশ্বর নদে জাল ফেলাসহ বিভিন্ন দূর্ণীতি ও স্বজনপ্রীতির অভিযোগ আনেন। দরিদ্র ও দুস্থ জেলেদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগের সত্যতা পেলে বেশ কয়েকবার এই অসাধু মনিরকে অন্যত্র বদলী করলেও অদৃশ্য শক্তির বলে অল্প দিনের মধ্যেই আবারও মঠবাড়িয়ায় চলে আসে।

দেবদাস মজুমদার
আঞ্চলিক প্রতিনিধি,পিরোজপুর।
ছবি আছে

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...