ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় রাত গভীরে স্বতন্ত্র সমর্থকদের হামলায় নৌকার প্রার্থীসহ আহত ১৯

মঠবাড়িয়ায় রাত গভীরে স্বতন্ত্র সমর্থকদের হামলায় নৌকার প্রার্থীসহ আহত ১৯

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় নৌকার প্রার্থী হোসাইন মোসারেফ সাকু, ১০ নং হলতা গুলিশাখালী ইউপি
চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনোসহ ১৯ জনকে এলোপাথারি কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে স্বতন্ত্র প্রার্থী(আনাসর) রিয়াজ উদ্দিনের সমর্করা। শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার গুলিশাখালী বাজার এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, নৌকার প্রার্থী হোসাইন মোসারেফ সাকু তার সমর্থকদের নিয়ে
গুলিশাখালী বাজারে জনসংযোগে গেলে আনারস প্রতীকের এর সমর্থকেরা পেছন থেকে হামলা করে। দেশীও ধারালো অস্ত্র দিয়ে নৌকার প্রার্থী মোসারেফ সাকুর পায়ে ও হাতে ও ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনোর মাথায় গুরুতর জখম করা হয়।
এসময় মোসারেফ সাকুর আরও ১৭ জন সমর্থক আহত হয়েছেন। তাদের মধ্যে মোসারেফ সাকু,
রিয়াজুল আলম ঝনো, মো. বাবুল (৪০) ও মোতালেব তালুকদারকে (৪৫) রাত সাড়ে ১১টায়
অ্যাম্বুলেন্সে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্য আহত যারা মঠবাড়িয়া হাসপাতালে ভর্তি আছেন তারা হলেন, রাজিব (৩০) বাদল সিকদার
(৪০) জুনায়েদুর রহমান (৩৮)নয়ন মৃধা (২৫) জাহাঙ্গীর তালুকদার (৫২) যুব মহিলালীগের
রোজি (২৪) জালাল তালুকদার (৪৫)।
চিকিৎসা নিয়ে যারা বাসায় গেছেন তারা হলেন, নাসির উদ্দিন (২৮) রাজু (২৫) জসিম (২২)
মনির চৌকিদার (৩০) স্বপন ফরাজী (৪২) আব্দুর রহমান (৩৯)মো. আলমগীর (৩৫) নাঈম
(২২)। আহতরা সবাই মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা ও
কর্মী।
মঠবাড়িয়া থানার ওসি এম.আর. শওকত আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায়
পৌর এলাকাসহ বিভিন্ন এলাকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে।

এদিকে এ ঘটনায় রোববার দুপুরে সংবাদ সম্মেলনের কথা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ
সভাপতি ও পৌর মেয়র রফি উদ্দিন আহম্মেদ ফেরদৌস।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...