ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ক্যান্সারের সাথে লড়ছে মেধাবী হাসিবুল জীবন বাঁচাতে সহপাঠিরা মানুষের দ্বারে

ক্যান্সারের সাথে লড়ছে মেধাবী হাসিবুল জীবন বাঁচাতে সহপাঠিরা মানুষের দ্বারে

দেবদাস মজুমদার >>

মেধাবি শিক্ষার্থী মো. হাসিবুল খান(১৩) লেখাপড়া করে বড় হয়ে সমাজের জন্য কিছু করার ইচ্ছে ছিল তাঁর। কিন্তু শিক্ষাজীবন শুরুর আগেই হাসিবুলকে স্কুল থেকে ঝড়ে পড়তে হয়েছে। শিক্ষার জন্য নয় মেধাবি হাসিবুল লড়ছে এখন মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে। অসুস্থ হাসিবুল এর জীবন বাঁচাতে প্রাণপণ লড়ছে এ শিক্ষার্থীর পরিবার। সেই সাথে মেধাবি হাসিবুলে উন্নত চিকিৎসার জন্য ওর সহপাঠিরা মিলে মানুষের দ্বারে দ্বারে সহায়তার আবেদন জানাচ্ছে।

হাসিবুল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া হাই ইনস্টিটিউশন এর সহকারী শিক্ষক মো. আব্দুল করিম খানের ছেলে। সে মঠবাড়িয়ার কে.এম. লতীফ ইনস্টিটিউশনে ৮ম শ্রেণীতে ১ নম্বর রোল ধারি মেধাবী শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানাগেছে, গত একবছর আগে শিক্ষার্থী হাসিবুল ক্যান্সার আক্রান্ত হয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এমন অবস্থায় তার স্কুলে যাওয়া আসা বন্ধ হয়ে যায়। ক্লাসের এক নম্বর রোল ধারি হাসিবুল পড়াশুনার জন্য নয় লড়াই করছে ক্যান্সারে সঙ্গে। বাংলাদেশ ও ভারতে চিকিৎসা শেষে বর্তমানে ঢাকায় অবস্থান করে নিয়মিত কেমোথেরাপি নিতে হচ্ছে তার। হাসিবুলের চিকিৎসায় প্রায় ৩০ লাখ টাকা খরচ করে নিঃস্ব তার পরিবার। এখন তার চিকিৎসা ব্যায় মেটানো শিক্ষক পরিবারের পক্ষে অসম্ভব। এমন পরিস্থিতিতে আর পথ না পেয়ে সমাজের হৃদয়বানদের আর্থিক সহযোগিতা চেয়েছেন মেধাবী শিক্ষার্থীর পরিবার ও তার স্কুল কর্তৃপক্ষ।

হাসিবুলের বাবা শিক্ষক মো. আব্দুল করিম খান বলেন, আমি অসহায় হয়ে পড়েছি। আমার মেধাবি ছেলেটাকে আপনারা বাঁচান। রেডিওথেরাপি ও পুনঃ কেমোথেরাপি করলে ও সুস্থ হতে পারে। তবে এর জন্য প্রয়োজন প্রায় ২৫ লাখ টাকা। সমাজের মানবিক মানুষের সহায়তা ছাড়া আমার আর কোন সংগতি নেই।
হাসিবুলের স্কুল মঠবাড়িয়া কে.এম লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বলেন, হাসিবুল স্কুলে অষ্টম শ্রেণীর মেধাবি ছাত্র। ক্যান্সারের সাথে সে লড়ছে। এ সম্ভাবনাময় শিক্ষার্থীকে বাঁচাতে স্কুল কর্তৃপক্ষ সভা করে পাশে থাকার উদ্যোগ নিয়েছে। ওর চিকিৎসা ব্যায় মেটাতে দেশের মানবিক মানুষের সহায়তার আবেদন জানানো হচ্ছে।

সহায়তার জন্য যোগাযোগ :
মো.আব্দুল কারিম খান, সোনালী ব্যাংক, মঠবাড়িয়া শাখা, সঞ্চয়ী হিসাব নং -১০০৯০০৭২৪, বিকাশ নম্বর- ০১৭১৬১৬৬০৫৮, অথবা শিক্ষক পরিষদ, উত্তরা ব্যাংক লিমেটেড, মঠবাড়িয়া শাখা, সঞ্চয়ী হিসাব নং-১১১০০১১৪০২৯, বিকাশ নম্বর- ০১৭১৬-৫২৭৬৯৩ অথবা ০১৭৭৯-৪৪১১৯৬, ০১৭১৬-৮৮৭২৭৮।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...