ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় রাস্তা কেটে ৪০ পরিবারের চলাচলে বাঁধা !

মঠবাড়িয়ায় রাস্তা কেটে ৪০ পরিবারের চলাচলে বাঁধা !

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর পশুরিয়া গ্রামে রাস্তার জমির মালিকানা দাবি ৪০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা কেটে ডোবার সাথে মিলিয়ে দিয়েছে একটি প্রভাবশালী মহল। এতে গত একমাস ধরে অবরুদ্ধ হয়ে পড়েছে রাস্তা সংশ্লিষ্ট ৪০টি পরিবার । ফলে স্কুল পড়ুয়া শিক্ষার্থীসহ চলাচলে ভোগান্তিতে পড়েছে ভুক্তভোগী পরিবার গুলো। চলাচলে দুর্ভোগের শিকার পরিবারগুলো স্থানীয় থানা পুলিশে অভিযোগ করেও কোন সুফল পায়ননি বলে অভিযোগ করেছেন ভূক্তভোগিরা ।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর পশুরিয়া গ্রামের মৃত. আবদুস ছত্তার হাওলাদারের পুত্র নুর মিয়া হাওলাদার বেশকয়েক বছর আগে স্থানীয় আবদুল লতিফ তহশিলদারের নিকট থেকে ওই অর্ধশত বছরের পুরানো চলাচলের রাস্তা সংলগ্ন ৪৪শতক জমি ক্রয় করে। এরপর রাস্তার জমির মালিকানা দাবি করে গত ১মাস আগে হঠাৎ করে নুর মিয়া হাওলাদার তাদের ভাড়া করা লোকজন নিয়ে চলাচলের রাস্তা কেটে ডোবার সাথে মিশিয়ে দেয়। এসময় ভুক্তভুগি পরিবারের লোকজন বাধা দিলে তার জমির মধ্য থেকে নতুন করে রাস্তা করে দেয়ার কথা বলে। এর পরে রাস্তা করে দেবার জন্য নুর মিয়ার কাছে গেলে সে সাফ জানিয়ে দেয় যে আমার জমি থেকে রাস্তা দেয়া যবেনা। এর পর ভুক্তভোগী পরিবারের পক্ষে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করলে এতে নুর মিয়া ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ভাবে হুমকি দেয়। এর পর ভুক্তভুগিদের হয়রানি করতে থানায় মিথ্যা মাঠ চষে ফেলার অভিযোগ দেয়।

ভূক্তভোগি আবদুস ছত্তারের স্ত্রী ৪ সন্তানের জননী নুরজাহানা বেগম (৫০) জানান, গত ২৫ বছর ধরে আমরা এখানে বসবাস করে এ রাস্ত দিয়ে চলাচল করে আসছি। কিন্তু হঠাৎ রাস্তা কেটে নালার সাথে মিশিয়ে দেয়া এবং হুমকিতে আমরা আতংকে রয়েছি।
ভুক্তভোগী কৃষক তোতাম্বর হোসেন হাওলাদার (৬৫) অভিযোগ করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের মধ্যস্থতার কথা জানালেও আমরা প্রতিকার পাচ্ছিনা।

তবে এ ব্যাপারে অভিযুক্ত প্রতিপক্ষ নুর মিয়া ওই জমির মালিকানা দাবি করে বলেন, আমার জমির ওপর রাস্তা আমি আমার প্রয়োজনে কেটে ফেলেছি।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম লিখিত অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দুই পক্ষ সমঝোতায় না বসায় ফয়সালা করা সম্ভব হয়নি। পুনরায় দুই পক্ষকে সমঝোতার ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...