ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় দাখিল পরীক্ষা কেন্দ্র পরির্দশক বহিস্কার ও জরিমানা

মঠবাড়িয়ায় দাখিল পরীক্ষা কেন্দ্র পরির্দশক বহিস্কার ও জরিমানা

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় দাখিল পরীক্ষার্থীদের নকল করায় সহযোগিতার অভিযোগে সাইদুর রহমান নামে এক মাদ্রসা শিক্ষককে বহিস্কার ও জরিমানা করা হয়েছে। সেই সাথে অভিযুক্ত ওই পরীক্ষা কেন্দ্র পরিদর্শককে পাঁচ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেয় আদালত।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভুমি) রিপন বিশ^াস আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দন্ডাদেশ দেন।
অভিযুক্ত পরীক্ষা কেন্দ্র পরির্দশক সাইদুর রহমান উপজেলার দক্ষিন মিঠাখালী ছালেহিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক।

অভিযোগে জানাগেছে, আজ বৃহস্পতিবার টিকিকাটা নুরীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রের ভেন্যু আব্দুল ওহাবিয়া বালিকা দাখিল মাদ্রাসা কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালীন সময়ে পরিদর্শক সাইদুর রহমান কয়েকজন পরীক্ষার্থীকে নকল সরবরাহে সহায়তা করেন। বিষয়টি নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নজরে আসায় তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে বহিস্কার ও জরিমানার আদেশ দেয় ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভুমি) রিপন বিস্বাস বিসয়টি নিশ্চিত করে জানান, গণিত পরিক্ষা চলাকালিন ঐ শিক্ষক সাইদুর পরিক্ষার্থীদের নকল করার সহযোগিতা করায় পাবলিক পরীক্ষা সমূহ(অপরাধ) আইন ১৯৮০এর ৯ এর খ ধারায় এ শাস্তি প্রদান করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...