ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় ধর্ষক দুলাভাই আটক

মঠবাড়িয়ায় ধর্ষক দুলাভাই আটক

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় ষষ্ঠ শ্রেণী পড়–য়া(১২) এক স্কুল ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে আপন দুলাভাই মো. শাহীন খান(২৫)এর বিরুদ্ধে। এদিকে গত দুইদিন ধরে নিখোঁজ অবস্থায় দুলাভাইয়ের নির্যাতনের শিকার ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে অভিযুক্ত শাহিন এর পরিবার আজ শুক্রবার সকালে বাড়িতে প্যেঁছে। গ্রামবাসি অভিযুক্ত শাহিন খানকে আটক করে নির্যাতিত স্কুল ছাত্রীর স্কুল শিক্ষকদের নিকট সোপর্দ করে। পরে পুলিশ খবর পেয়ে আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুলাভাইকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শাহিন খান উপজেলার সাপলেজা ইউনিয়নের বুখইতলা বান্ধবপাড়া গ্রামের মো. ইসমাইল খানের ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের বিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী পড়–য়া স্কুল ছাত্রীকে গত বুধবার(৫ডিসেম্বর) রাতে নিজ পড়ার টেবিলে লেখা পড়া করছিল। এসময় পরিবারের লোকজন ঘুমিয়েছিলেন। এ সুযোগে ওই স্কুল ছাত্রীর তার আপন দুলাভাই মো. শাহীন খান মেয়েটির মুখ চেপে তুলে নিয়ে যায়। সকালে ওই স্কুল ছাত্রীকে ঘওে না পেয়ে তার বাবা মেয়ে নিখোঁজের বিষয়ে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়রি করেন।

এদিকে দুলাভাই শাহীন মেয়েটিকে বাড়ি থেকে এক কিলোমিটার দুরে একটি নির্জন ঘরে আটকে ধর্ষন করে। স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হলে ধর্ষক শাহীনের পরিবারের লোকজন আজ শুক্রবার সকালে নির্যাতিত মেয়েটিকে উদ্ধার করে তার বাবার বাড়ি পৌঁছে দেয়। নির্যাতিত মেয়েটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে। পরে স্কুল কর্তৃপক্ষ গ্রামবাসির সহায়তায় অভিযুক্ত ধর্ষক দুলাভাইকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল হতে অভিযুক্ত শাহীনকে গ্রেফতার করে।

এ বিষয়ে সাপলেজা বিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভূক্তভোগি স্কুল ছাত্রী লিখিত অভিযোগ দিলে গ্রামবাসির সহায়তায় অভিযুক্তকে আট করে থানায় সোপর্দ করা হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. শওকত আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত দুলাভাইকে আটক করা হয়েছে। এ ঘনায় ওই স্কুল ছাত্রীর পরিবারের পক্ষ হতে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...