ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহনন

মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহনন

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় মো. রফিজুল ইসলাম (১৫)নামে এক এসএসসি পরীক্ষার্থী কীটনাশক ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেছে। নিহত শিক্ষার্থীর পরিবারের দাবি প্রেমঘটিত কারনে বিষন্ন রফিজুল ঘরে রক্ষিত চালের পোকা দমনের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।
নিহত রফিজুল উপজেলার উত্তর সোনাখালী গ্রামের কৃষক মো. রুহুল আমীনের ছেলে। সে স্থানীয় সোনাখালী মুন্সী আব্দুল কাদেও মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি বিজ্ঞান বিভাগে লেখাপড়া করে আসছিল।

থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, স্কুল ছাত্র রফিজুলের সাথে সহপাঠি এক শিক্ষার্থীর সাথে হৃদয়ঘটিত সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে উভয়ের মধ্যে সম্প্রতি ভুল বোঝাবুঝিতে রফিজুল প্রেমে প্রত্যাখ্যাত হয়। এরপর গত কয়েকদিন ধওে সে মানসিক বিষন্নতায় ভোগে। শনিবার ভোর রাতে পরিবারের সকলে অগোচরে সে ঘরে রক্ষিত চালের পোকা দমনের ট্যাবলে খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। আশংকাজনক অবস্থায় পরিবারের স্বজনা প্রথসে তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেখানে তার অবনতি ঘটলে চিকিৎসক তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা পর সখানে তার মৃত্যু ঘটে।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার উপ পরিদর্শক মো. তসলিম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবাওে কোন অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...