ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে পৌর ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে আগুন ◾ অভিযোগ বিএনপি-জামায়াতের দিকে

পিরোজপুরে পৌর ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে আগুন ◾ অভিযোগ বিএনপি-জামায়াতের দিকে

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুর পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয় পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার গভীর রাতে পৌরসভার মুক্তারকাঠী বাইপাস এলাকায় অবস্থিত এ আওয়ামীলীগ কার্যালয় পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় স্থানীয় বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা বলে অভিযোগ করে জানান ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: মিরণ শেখ। এ ঘটনায় ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয় সহ পার্শ্বের ৩টি দোকান পুড়ে যায়।
১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: মিরণ শেখ জানান, গভীররাতে আওয়ামীলীগ কার্যালয়ে আগুনের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে আসেন। সেখান থেকে তারা একটি পেট্রোলের বোতল উদ্ধার করে। এ সময় এলাকাবাসী আগুন নিভাতে এগিয়ে এলে আগুন দিতে আসা বিএনপি-জামায়াতের লোকজন পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলায়। এ আগুনের ঘটনায় আওয়ামীলীগ কার্যালয়ের পার্শ্বে থাকা তিনটি দোকান পুড়ে যায়। যার আনুমানিক ক্ষতির পরিমান ৬ লক্ষ টাকা।
পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক জিয়াউল আহসান গাজী জানান, পিরোজপুর পৌৗরসভার মেয়র আলহ্জ্ব মো: হাবিবুর রহমান মালেক এর যোগ্য নেতৃত্বে জেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ। আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতাকে বিনষ্ট করতেই আসন্ন নির্বাচনের আগেই নাশকতা ও এলাকায় বিশৃঙ্খলা করার উদ্দেশ্যই আওয়ামীলীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিএনপির-জামায়াতের নেতা-কর্মীরা। এরআগেও ২০১৪ সালের ৫ জানুয়ারী নির্বাচনকে কেন্দ্র করে একই ওয়ার্ড আওয়ামীলীগ অফিস পুড়িয়ে ছিল তারা।
পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক জানান, ঘটনার পরপরই তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...