ব্রেকিং নিউজ
Home - অপরাধ - বামনায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

বামনায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

বামনা প্রতিনিধি >>

বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের বড় যাদবপুরা গ্রামে অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীসহ সকল আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

আজ সোমবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা সদরের গোলচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে উপজেলা পরিষদ সড়কে সকল যান চলাচল বন্ধ থাকে। এতে পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়।

মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন বামনা প্রেস ক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল, বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ, দৈনিক সাগরকূল পত্রিকার সম্পাদক নেসার উদ্দিন সগির, উপজেলা যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম সারওয়ার, রামনা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রাসেল, ইউপি সদস্য জাকারিয়া সোহাগ, নিহত গৃহবধূর ছেলে মো. হাসান প্রমুখ।

বক্তারা অবিলম্বে হত্যা মামলার প্রধান আসামি নিজাম উদ্দিনসহ সবাইকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এ ছাড়া ঘটনার দিন তাৎক্ষণিক বরগুনা পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন ও পাঁচ আসামিকে গ্রেপ্তার করায় বামনা থানা পুলিশকে ধন্যবাদ জানান।

গত ১৭ সেপ্টেম্বর সকালে জমি সংক্রান্ত বিরোধের জেড় ধরে প্রতিবেশী প্রতিপক্ষের লোকজন আসমা বেগম ডালিম (৪০) নামের তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা করে। এ সময় আহত হয়েছে আরো ছয়জন। এ ঘটনায় প্রতিবেশী নিজাম আকনসহ ১০ জনকে আসামি করে বামনা থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের স্বামী মাওলা মোল্লা।

মামলার আসামিরা হলেন মো. নিজাম আকন (৩৫), রুবেল মিয়া (৩০), ইসলাম আকন (৬২), লাকি বেগম (৩৫), বকুল বেগম (৪৫), ফাতেমা বেগম (২৫), সেলিনা বেগম (৩৭), হারুন আকন (৫৫), লুৎফর জমাদ্দার (৪৫) ও পিয়ারা বেগমসহ (৫৫) আরো অজ্ঞাত পাঁচজন।

এ ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বামনা থানা পুলিশ পাঁচ আসামিকে গ্রেপ্তার করে বরগুনা জেল হাজতে পাঠিয়েছে। বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জি এম শাহনেওয়াজ বলেন, ঘটনার সাথে সাথে পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা বামনা থানা পুলিশ এই হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছি।

ওসি আরো বলেন, ইতিমধ্যে হত্যায় জড়িত মো. হারুন আকন, পিয়ারা বেগম, বকুল বেগম, ফাতেমা বেগম ও লাবি বেগমসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছি। প্রধান আসামি নিজাম আকনসহ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...