ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভাণ্ডারিয়ায় স্কুলের জমি রক্ষায় মানববন্ধন

ভাণ্ডারিয়ায় স্কুলের জমি রক্ষায় মানববন্ধন

ভাণ্ডারিয়া প্রতিনিধি 🔹
পিরোজপুরের ভাণ্ডারিয়ার বোতলা মাধ্যমিক বিদ্যালয়ের জমি স্থানীয় কতিপয় প্রভাবশালী মিলে জবরদখলের প্রতিবাদে ও স্কুলের জমি রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে ভাণ্ডারিয়া-মঠবাড়িয়া মহাসড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা অংশ নেন।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন, আওয়ামীলীগ নেতা সোহরাফ হোসেন বেপারী, ম্যানেজিং কমিটির সদস্য মো. কবির হোসেন, বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল মালেক খান, অভিভাবক মো. মাসুদ বেপারী ও শিক্ষার্থী মো. মোসাদ্দেক শাহীন প্রমূখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী জামাল আকন ও কামরুল আকন গংরা মিলে বিদ্যালয়ের নামে ৬০ শতক জমি জবর দখল করে রেখেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের ওই জমি উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...