ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় বখাটের অর্থদণ্ড

মঠবাড়িয়ায় বখাটের অর্থদণ্ড

মঠবাড়িয়া প্রতিনিধি 🔹
পিরোজপুর মঠবাড়িয়ায় ৮ম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে মোজাম্মেল হোসেন (১৬) নামের এক বখাটে কিশোরকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তার বাবা ও মায়ের কাছ থেকে মুচলেখা নেওয়া হয়। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানার আদেশ দেন। অভিযুক্ত বখাটে বেতমোড় চরকখালী গ্রামের মো. আবদুল খালেক হাওলাদারের ছেলে। সে ভাড়ায় চালিত মটর সাইকেল চালক।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার বেতমোড় ইউনিয়নের বখাটে মোজাম্মেল এক ৮ম শ্রেণি পড়–য়া এক স্কুল ছাত্রীকে দীর্ঘদিন ধরে স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা গত রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের প্রেক্ষিতে থানার এ এসআই আবুল হাসান সোমবার বিকেলে ওই বখাটেকে আটক করে আদালতে হাজির করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম সরফরাজ তার কার্যালয়ে আদালত বসিয়ে এ অর্থদ- দেন। একই সাথে মুচলেখা রেখে ভবিষ্যতে এ ধরনের কাজ পুনরায় করলে অভিযুক্ত বখাটেকে কারাদ- ভোগ করতে হবে বলে আদালত তাকে সতর্ক করে দেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...