ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই কারারক্ষীর নামে মামলা

পিরোজপুরে ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই কারারক্ষীর নামে মামলা

পিরোজপুর প্রতিনিধি >>

পিরোজপুরে এক ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে জেলা কারাগারের দুই কারারক্ষীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার পিরোজপুর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালেত ভূক্তভোগী ব্যবসায়ী মো: জাকারিয়া খান ইকবাল নিজে বাদী হয়ে এ মামলা দায়ের করে। অভিযুক্ত কারারক্ষী মো: ইরান সরদার (৫৫) ও মো: বাদল (৩৮) পিরোজপুর জেলা কারাগারে কারারক্ষী পদে কর্মরত ।
বাদী পক্ষের আইনজীবী এ্যাড.আবু সালেহ্ মো: ওমান মামলার এজাহারের বরাত দিয়ে জানান, পিরোজপুর সদর উপজেলার পুরাতন পৌরসভার এলাকার আব্দুল হাকিম খানের ছেলে মো: জাকারিয়া খান ইকবাল (৩৮) দীর্ঘদিন যাবৎ মাদক বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত। এ কারণে স্থানীয় কিছু মাদক ব্যবসায়ীরা তার উপর ক্ষিপ্ত ছিল। পরবর্তিতে সরকারের আইন প্রয়োগকারী সংস্থার মাদকবিরোধী অভিযানের সময় কিছু মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়ে বর্তমানে জেল হাজতে আছে। ওই সকল মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত কারারক্ষীদের টাকা দিয়ে ইকবালের উপর হামলার পরিকল্পনা করে। সেই অনুযায়ী গত ০৬ জুন তারিখে শহরের স্কাই সিটি হোটেলের সামনে বাদী ইকবালের উপরে এক সাইকেল চালক ইচ্ছাকৃত ভাবে তার সাইকেল উঠিয়ে দেয়। সাইকেল চালককে বিষয়টি জিজ্ঞাসা করতে গেলে ইকবালের সাথে সাইকেল চালকের বাগবিতন্ডার সৃষ্টি হয়। এর পরপরই আকস্মিক ভাবে কারারক্ষী ইরান ও বাদল ইকবাল কে এলোপাথারী কিল,ঘুষি ও লাথি মারতে থাকে। এতে বাদী ইকবালের শরীরের বিভিন্ন স্থানে জখম ও কানের উপরে আঘাতের কারণে কানের পর্দা ফেটে যায়। পরে স্থানীয়রা ইকবালকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে এবং পুলিশ কারারক্ষী ইরান ও বাদলকে আটক করে। পরে ৭ জুন জেল সুপার তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থা কথা বলে থানা থেকে মুচলেকা দিয়ে তাদের মুক্ত করে নিয়ে যায়। পরে জেল সুপার অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থা ও আপোষ মিমাংশার প্রস্তাব দিলে বাদী ইকবাল সেই প্রস্তাব মেনে নেয়।
কিন্তু পরবর্তিতে আবার ১৩ জুন শহরের দুলালের মিষ্টি ভান্ডারের সামনের একটি গলি থেকে অভিযুক্তরা সহ অজ্ঞাত কয়েকজন লোক ইকবালের সাথে থাকা দুই লক্ষ পয়ষট্টি হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায় এবং তাকে ধাক্কা মেরে ড্রেনে ফেলে দিলে তার পায়ে গুরুতর জখম হয়।
তবে এ বিষয়ে অভিযুক্ত কারারক্ষী ইরান ও বাদলের কোন বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...