ব্রেকিং নিউজ
Home - অপরাধ - যশোরের থানা হাজত থেকে পলাতক মাদক মামলার আসামী মঠবাড়িয়ায় গ্রেফতার

যশোরের থানা হাজত থেকে পলাতক মাদক মামলার আসামী মঠবাড়িয়ায় গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি 🔹

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাইনুদ্দীন আহম্মেদ ওরফে অলি আহম্মেদ(৪৭ ) নামে থানা হাজত খেকে পলাতক মাদক মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। যশোরের কোতওয়ালী থানার হাজতের গ্রীল কেটে সে গত ২৮ আগে পালিয়ে যায়। মঠবাড়িয়া থানা পুলিশ গোপনে সংবাদ পেয়ে আজ বুধবার বিকেলে উপজেলার বড়মাছুয়া স্টীমারঘাট এলাকা থেকে পলাতক আসামী মাইনুদ্দীনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাইনুদ্দীন মঠবাড়িয়া উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের তোতাম্বর আহম্মেদের ছেলে।
থানা সূত্রে জানাগেছে, গ্রেফতারকৃত মইনুদ্দীন মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। গত ২৮ মে যশোর কোতওয়ালী থানায় দায়েরকৃত একটটি মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। সেখানে সে থানা হাজতে ছিল। পরদিন ২৯ মে ওই আসামীকে আদালতে হাজির করার আগেই সে থানার গ্রীল কেটে পুলিশের অগোচরে পালিয়ে যায়। পরে পুলিশ এ ঘটনায় হাজত থেকে আসামী পালানোর একটি মামলা দায়ের করে। তবে দীর্ঘ ২৮দিনেও পুলিশ তাকে দ্বিতীয় দফা দফায় গ্রেফতার করতে না পেরে মঠবাড়িয়া থানায় ওই আসামীর বিষয়ে বার্তা পাঠায়। আজ বুধবার বিকেলে মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক মো. আবুল হাসান গোপনে সংবাদ পেয়ে মঠবাড়িয়ার বড়মাছুয়া স্টীমারঘাটে অভিযান চালিয়ে পলাতক মাইনুদ্দীনকে গ্রেফতার করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাইনুদ্দীন যশোর কোতওয়ালী থানা হাজত থেকে পালিয়েছিল। ঘটনার ২৮দিন পরে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে যশোর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ছবি > জামান আবীর

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...