ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুর আদালতে মঠবাড়িয়ার মাদক কারবারির কারাদন্ড

পিরোজপুর আদালতে মঠবাড়িয়ার মাদক কারবারির কারাদন্ড

মঠবাড়িয়া প্রতিনিধি :<>

পিরোজপুরের মঠবাড়িয়ার রাসেল মৃধা (২৫) নামের এক মাদক কারবারিকে কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করা হয়। আদালত অভিযুক্ত মাদক কারবারিকে পাঁচ বছরের কারাদন্ডসহ আরও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের দন্ডাদেশ দেন। তবে এ রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

দন্ডিত রাসেল মৃধা মঠবাড়িয়া উপজেলার পূর্ব রাজপাড়া গ্রামের আফজাল মৃধার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০১৪ সলের ২০ সেপ্টেম্বর উপজেলার ধানীসাফা মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের সড়কে পুলিশ তল্লাশি চালিয়ে রাসেল মৃধা, মহিন উদ্দিনকে আটক করে। এরপর পুলিশ রাসেল মৃধার প্যান্টের পকেটে থাকা ৩০০টি ইয়াবাবড়ি উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে স্থানীয় থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আপরাধ প্রমাণিত না হওয়ায় মহিন উদ্দিন ও দোলোয়ারকে খালাস দেয়া হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...