ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে মাদক ব্যবসায়ীর সশ্রম কারাদন্ড

পিরোজপুরে মাদক ব্যবসায়ীর সশ্রম কারাদন্ড

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুরে অহিদুজ্জামান অহিদ নামে এক মাদক ব্যবসায়ীকে সাত বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালাত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদ- দেওয়া হয়েছে। রোববার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ রায় দেন। দ-প্রাপ্ত অহিদুজ্জামান নেছারাবাদ উপজেলার দক্ষিন কৌড়িখারা সোহাগদল গ্রামের মৃত: আব্দুর রহমান খানের ছেলে। অহিদুজ্জামান অহিদের অনুপস্থিতে রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম ।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৮ এপ্রিল বিকেলে র‌্যাব-৮-এর একটি দল নেছারাবাদ উপজেলার সোহগদল গ্রামের সন্ধ্যা নদীর পাড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অহিদকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ৫০২ পিস ইয়াবা উদ্ধার করে।
এ ঘটনায় র‌্যাব-৮ এর উপ সহকারী পরিচালক (ডিএডি) মামুনর রশিদ খান বাদী হয়ে অহিদুজ্জাদান অহিদের বিরুদ্ধে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন। ওই বছরের ১৮ মে নেছারাবাদ থানার উপ পরিদর্শক (এসআই) মোতালেব হোসেন এবং উপ পরিদর্শক (এসআই) সঞ্জিব কুমার মামলাটি তদন্ত শেষে অহিদুজ্জাদানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আদালত রাস্ট্রপক্ষের দশজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট খায়রুল বাশার শামিম।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...