ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধাকে পুলিশের হাতকড়া ! ছবি তুলতে গিয়ে পুলিশ সদস্যের হাতে সাংবাদিক লাঞ্ছিত

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধাকে পুলিশের হাতকড়া ! ছবি তুলতে গিয়ে পুলিশ সদস্যের হাতে সাংবাদিক লাঞ্ছিত

মঠবাড়িয়া প্রতিনিধি >.

পিরোজপুর মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া ২৮ আসামীদের সাথে মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম গোলদার (৭০) কে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার দুপুরে ওই মুক্তিযোদ্ধাকে হাতকড়া পরিয়ে আদালতে নেয়ায় ক্ষোভ প্রকাশ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ সুশিল সমাজের প্রতিনিধিরা। এ সময় থানা গেটে অভিযানে গ্রেফতার হওয়া মুক্তিযোদ্ধাসহ ২৮ আসামীর ছবি তুলেতে গেলে পুলিশ সদস্য সোহরাব হোসেনের হাতে লাঞ্ছিত হন স্থানীয় দুই সাংবাদিক। লাঞ্চিত সাংবাদিকরা হলেন, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার মঠবাড়িয়া প্রতিনিধি মো. শাহাদাৎ হোসেন ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার মঠবাড়িয়া প্রতিনিধি জুলফিকার আমীন সোহেল। এ ঘটনায় তাৎক্ষনিক স্থানীয় সাংবাদিকরা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ী পুলিশের বিচার দাবী করেন।

মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসান মোস্তফা স্বপন জানান, সাংবাদিক লাঞ্ছিত ঘটনাটি দুঃখ জনক। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...