ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় স্কুলছাত্রী ঊর্মি হত্যার বিচার দাবি

মঠবাড়িয়ায় স্কুলছাত্রী ঊর্মি হত্যার বিচার দাবি

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও সাংবাদিক শিশু কন্যা স্কুলছাত্রী ঊর্মি হত্যা মামলার আসামি ছগির আকনের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসি। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী এ মানবন্ধন ও বিক্ষোভ করেছেন। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।

শেষে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদাক মাইনুল আহসান এর সভাপতিত্বে বক্তব্য দেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাচ্চু মিয়া আকন,আওয়ামীলীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, ফারুকউজ্জামান, মঠবাড়িয়া প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, জাতীয় পার্টির সভাপতি নাজমুল আহসান কবির, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল আকন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, নিহত ঊর্মির বাবা সাংবাদিক জুলফিকার আমীন সোহেল।

উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই, সাংবাদিক কন্যা ঊর্মি (১০) নিখোঁজের দুই দিন পর একটি পরিত্যক্ত বাগানের নালা থেকে ঊর্মির ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সাংবাদিক জুলফিকার আমীন সোহেল অজ্ঞাতনামা আসামী করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় জড়িত সন্দেহে তার প্রতিবেশী ছগির আকনকে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। গত ৪ এপ্রিল বুধবার আসামী ছগির আদালত থেকে জামিন পেয়ে বিদেশে পালিয়ে যাবার খবর পাওয়া গেছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...