ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় উত্তরপত্রে সহযোগিতার দায়ে কক্ষ পরিদর্শককে অর্থদন্ড

মঠবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় উত্তরপত্রে সহযোগিতার দায়ে কক্ষ পরিদর্শককে অর্থদন্ড

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর উত্তরপত্রে সহায়তার দায়ে মো. ফারুক আহম্মেদ নামে এক কলেজ শিক্ষককে অর্থদন্ডাদেশ দিয়ে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে উপজেলার সাফা ডিগ্রী কলে ভ্যেনু কেন্দ্রে এ ঘটনা ঘটে। মঠবাড়িয়া উপজেলা সহাকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সোহাগ হাওলাদার ভ্রাম্যমান আদালতে এ দন্ডাদেশ দেন। এতে ওই শিক্ষককে উত্তরপত্রে সহযোগিতার দায়ে পাঁচ হাজার টাকা জরিমান অনাদায়ে সাত দিনের কারাদন্ডাদেশ দেয় আদালত।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম সরফরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, উপজেলার সাফা ডিগ্রী কলে ভ্যেনু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলাকালীন কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন পাশর্^বর্তী ভান্ডারিয়া উপজেলার আতরখালী মানিক মিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মো. ফারুক আহম্মেদ। তিনি এক পরীক্ষার খাতায় উত্তর লেখায় সহযোগিতা করেন। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহাগ হাওলাদার ওই কলেজ শিক্ষককে হাতেনাতে পাকড়াও করেন। পরে ভ্রাম্যামান আদালতের মাধ্যমে পাবলিক পরীক্ষা অপরাধ ১৯৮০ এর ৯ ধারায় কক্ষ পরিদর্শক প্রভাষক দোষী সাব্যস্ত হলে তাকে দন্ডাদেশ দেয় আদালত।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...