ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরের নাজিরপুরে মন্দির ভাংচুরের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন

পিরোজপুরের নাজিরপুরে মন্দির ভাংচুরের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি >>

পিরোজপুরের নাজিরপুরের মালিখালী ইউনিয়নের যুগিয়ায় মন্দিরের প্রতিমা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। শুক্রবার সকালে যুগিয়া খেয়াঘাট সংলগ্ন রাস্তার উপর এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সকাল সাড়ে ১০টায় স্থানীয় প্রবীন ব্যাক্তিত্ব অতুল চন্দ্র শিকদারের সভাপতিত্বে শুরু হওয়া এ মানববন্ধন কর্মসূচী সাড়ে ১১টায় শেষ হয়। এতে বক্তব্য রাখেন শিংখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহানন্দ মিস্ত্রী, শিক্ষক আশুতোষ মিস্ত্রী, সুখময় বিশ্বাস, স্থানীয় ইউপি সদস্য মো. নাছিম শেখ, পঞ্চগ্রাম সনাতনী পরিষদের সভাপতি রুবেল মিশ্র প্রমুখ। মানববন্ধনে মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুরকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানানো হয়।
উল্লেখ্য গত ২৬ মার্চ রাতের আধারে দুর্বৃত্তরা স্থানীয় যুগিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের সার্বজনিন মন্দির ও খোয়াঘাটের কালি মন্দিরে হামলা চালিয়ে মান্দির ২াটর ৫টি প্রতিমা ভাংচুর করে।

এ ব্যাপারে থানা পুলিশের অফিসার ইন-চার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় মন্দির কমিটি কারো নাম উল্লেখ না করে কোন মামলা না দিলেও পুলিশের উদ্যোগে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর সেখানে পিরোজপুরের পুলিশ সুপার সহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। এবং ঘটনার তদন্ত পূর্বক হামলাকারীদের গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...