ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় দুই ইটভাটা মালিককে জরিমানা

মঠবাড়িয়ায় দুই ইটভাটা মালিককে জরিমানা

 

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় ভ্রাম্যান আদালত অভিযান চালিয়ে কৃষিজমিতে গড়ে তোলা দুই ইটের পাঁজা মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে। আজ বুধবার বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিেেষ্ট্রট ও সহকারী কমিশনার(ভূমি) মো. সোহাগ হাওলাদার এ অর্থদন্ডাদেশ দন। এতে উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের নূও হোসেন হাওলাদারের ছেলে ইটের পাঁজা মালিক মো. জালাল হাওলাদারকে ৫০ হাজার ও পশ্চিম মিঠাখালী গ্রামের ফারুক হোসেন দফাদারের ছেলে জাকির হোসেনকে ৫০ হাজার টাকা মোট এক লাখ টাকার জরিমানার আদেশ দেন।
জানাগেছে, বরিশাল র‌্যাব-৮ এর এএসপি মুকুর চাকমার নেতৃত্বে র‌্যাবের একটি দল উত্তর ও পশ্চিম মিঠাখালী গ্রামের দুটি ইটের পাঁজায় অভিযান চালায়। এসময় কৃষিজমি জুড়ে অবৈধ ইটের পাঁজা স্থাপনের দায়ে দুই ইটভাটা মালিককে আটক করে। পরে তাদের ভ্রাম্যামান আদালত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়। এসময় ওই দুই ইটের পাঁজায় ইট পোড়ানোর কার্যক্রম বন্ধ কওে দেওয়া হয়।

ছবি > শাহাদাৎ হোসেন।

Leave a Reply

x

Check Also

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আটক

পিরোজপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে আটক করেছে ...