ব্রেকিং নিউজ
Home - অপরাধ - হত্যা মামলায় মঠবাড়িয়ার একজনের যাবজ্জীবন কারাদন্ড

হত্যা মামলায় মঠবাড়িয়ার একজনের যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুরে এক তরুণকে হত্যা মামলায় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন। আদালত দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলামকে (৪২) পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদন্ড দিয়েছে। সে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সোনাখালী গ্রামের মৃত আবুল খায়ের মোল্লার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার বাদুড়তলী গ্রামের হেমায়েত মৃধার ছেলে জাহিদুল ইসলাম দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম রাজার কাছ থেকে একটি মোবাইল ফোন কিনে নেয় । এ সময় রাজা মোবাইলের চার্জার পরে দিবে বলে জানান। ২০০৬ সালের ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে সোনাখালী গ্রামের আলীপুর বাজারের ফারুক গাজীর দোকানের সামনে জাহিদুল রফিকুল ইসলাম রাজার কাছে মোবাইলের চার্জার চান। রাজা চার্জার না দিলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় রাজা জাহিদুলকে কিল ঘুষি মেরে আহত করেন। স্থানীয়রা জাহিদুল কে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জাহিদুল ইসলামের খালাতো ভাই রফিকুল ইসলাম কালাম বাদী হয়ে রফিকুল ইসলাম রাজাকে প্রধান আসামী করে সাতজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলাটির তদন্ত শেষে সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি খান মো. আলাউদ্দিন জানান, এ মামলায় ১০ জনের স্বাক্ষী শেষে আদালত রফিকুল ইসলাম রাজাকে যাবজ্জীবন কারাদন্ড দেন এবং অন্য ছয় আসামীকে বেকসুর

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...