ব্রেকিং নিউজ
Home - অপরাধ - গ্রাহকের দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্বরূপকাঠি ইসলামী ব্যাংক মিয়ারহাট শাখার সুপারভাইজার গ্রেফতার

গ্রাহকের দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্বরূপকাঠি ইসলামী ব্যাংক মিয়ারহাট শাখার সুপারভাইজার গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ইসলামী ব্যাংক মিয়ারহাট শাখার সুপারভাইজার বহুল আলোচিত সাবেক শিবির নেতা মাহবুবুল আলম নাঈম-কে গ্রাহকের দুই কোটি টাকা আত্মসাৎতের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ব্যাংকের গ্রাহকরা অতিষ্ঠ হয়ে তাকে আটক করে ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমে পুলিশের কাছে হস্থান্তর করেন। গ্রাহকদের কাছ থেকে পাওয়া তথ্য বলে ইসলামী ব্যাংক মিয়ারহাট শাখার ব্যাবস্থাপক মো.আবু জাফর খান বাদী হয়ে বৃহস্পতিবার (০৮ মার্চ) রাতে স্বরূপকাঠি থানায় তার বিরুদ্ধে দুই কোটি টাকা আত্মসাৎতের অভিযোগে মামলা দায়ের করে ন ।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্না গ্রামের শাহ আলম ফকিরের ছেলে মাহবুবুল আলম নাঈম ২০০৭ সালে ২ অক্টোবর ইসলামী ব্যাংক এর মিয়ারহাট শাখায় ক্ষুদ্র ব্যবসা বিনিয়োগ প্রকল্পে (এসবিআইএস) সুপারভাইজার হিসেবে যোগ দেন। তিনি ব্যাংকের শাখায় গ্রাহকদের নামে বিনিয়োগ পাশ করাইয়া নানা নিয়মকানুন ও টালবাহানা করিয়া গ্রাহকদের সম্পূর্ন টাকা না দিয়া অথবা ফর্মে টাকার অংক না বসাইয়া গ্রাকদের স্বাক্ষর নিয়া টাকা অত্মসাৎ করে আসছিল। ২০১৭ সালের নভেম্বর মাসে গ্রাহকদের মাধ্যমে বিষয়টি ব্যাংকের গোচরীভুত হলে তাকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি নিশ্চিত হয়ে আত্মসাৎকৃত টাকা উদ্ধারের চেষ্টা চলতে থাকে। মাহবুবুল আলম নাঈম পালাইয়া যাইতে পারে এমন আশংকা থেকে গত বৃহস্পতিবার গ্রাহকরা তাকে আটক করে ব্যাংক কর্তৃপক্ষকে জানালে শাখা ব্যবস্থাপক মো. আবু জাফর, নাঈমকে পুলিশে সোপর্দ করে ওই অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন আত্মসাৎকৃত টাকার পরিমান দুই কোটি হবে। তবে, ভুক্তভাগী গ্রাহক ও এলাকাবাসী সূত্রে জানাগেছে সুপার ভাইজার নাঈমের টাকা আত্মসাৎতের পরিমান তিন কোটি ছাড়িয়ে যাবে।
শাহআলম ফকিরের ৩ ছেলে ও এক মেয়ের মধ্যে মাহবুবুল আলম নাইম সবার বড়। নি¤œবিত্ত পরিবারেরর সন্তান এই নাইম মাদ্রাসায় পড়া অবস্থায় ছাত্রশিবিরের রাজনীতিতে জড়িয়ে পরেন । এসময় জামায়াতের জেলার শীর্ষ নেতাদের নজরে পড়লে ২০০৬-২০০৭ সালে পিরোজপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি নির্বাচিত হন তিনি। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিবিরের সাবেক এই নেতা এক এগারোর পর রাজনীতির মাঠ ছেড়ে দলীয় পরিচয়সূত্রে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর মিয়ার হাট শাখায় এসবিআইএস সুপারভাইজার পদে মাত্র ১০ হাজার টাকা বেতনে চাকরি নেন। তখন তার পরিবারে অবস্থা খুব একটা ভাল ছিলনা। বর্তমানে তার বেতন ২৬ হাজার টাকা। ৮/৯ বছরেই আঙ্গুল ফুলে কলা গাছ বনেগেছেন নাঈম। নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা নাঈম কোটিপতি হওয়ার জন্য বেছে নেন ইসলামি ব্যাংককে। কখনো মানুষের স্বাক্ষর নকল করে, আবার কখনো ভুয়া ব্যবসা প্রতিষ্ঠান দেখিয়ে কিংবা নকল কাগজ পত্র তৈরী করে লোন গ্রহীতার অজান্তে এসব লোন নিয়ে নাঈম টাকার মালিকবনে যান। উপজেলায় হয়ে ওঠেন বিশিষ্ট ধনকুবের। তার পরিবারে রয়েছে স্ত্রী, ২ সন্তান, পিতামাতা ও দুই ভাই। তবে সম্প্রতি তিনি স্বরুপকাঠি উপজলার সোহাগদল ইউনিয়নে আর ও একটি বিবাহ করেছেন বলে এলাকায় গুঞ্জন রয়েছে। যৌথ পরিবারেই বসবাস করে নিজেসহ তার দুই ভাই ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে বেনামে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ। পিরোজপুর জেলা সদর ও উপজেলার বিভিন্ন স্থানে রয়েছে তার জমি ও ব্যবসা প্রতিষ্ঠান।
জানা গেছে, পিরোজপুর শহরের পুরাতন বাস স্টান্ড এর কাছে ৪ টি ও পুলিশ লাইনের কাছে ২ টি, নামাজপুরে ২ টি বাড়ি সহ প্রায় ১৫ টিরও বেশি বাড়ি/প¬ট ক্রয় করেছেন এই সময়ের মধ্যে। এ ছাড়াও তার গ্রামের বাড়ি নেছারাবাদ থানাধীন বলদিয়া ও তার পার্শ্ববর্তী ইউনিয়নের খাড়াবাগে গড়েছেন কয়েকটি বাড়ি সহ বিশাল মাছের ঘের ও পোল্ট্রি ফার্ম। রয়েছে পোল্ট্রি ফিডের ব্যবস্যা। সবমিলিয়ে বর্তমানে তার প্রায় ৫ কোটি টাকারও বেশি সম্পদ রয়েছে।
এলাকায় নিজেকে সমাজসেবক হিসেবে পরিচিতি করার জন্য নিজ গ্রাম বলদিয়া ইউনিয়নে প্রতিষ্ঠা করেছেন একটি প্রতিবন্ধী স্কুল (জিরবাড়ী প্রতিবন্ধী স্কুল)। নাঈমের এত সম্পদ নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুরু হলে এক এক করে বেরিয়ে আসছে নানা অজানা তথ্য।
এলাকাবাসীসহ ভুক্তভোগীদের দাবী তার পরিবারের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হলে অজানা তথ্য। বেরিয়ে আসবে। পুলিশ শুক্রবার সকালে নাঈমকে আদালতে প্রেরন করেছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...