ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

মঠবাড়িয়ায় স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

মঠবাড়িয়া প্রতিনিধি >>
পিরোজপুরের মঠবাড়িয়ায় গোলাম কবির (৫৮)নামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের সবুজনগর মহল্লায় নিজ বাসা থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই স্কুল শিক্ষক সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ।
নিহত শিক্ষক গোলাম কবির উপজেলার ১১১ নম্বর পূর্ব ঘটিচোরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত ছিলেন। প্রধান শিক্ষকের ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনায় প্রাথমিক শিক্ষকসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
নিহত স্কুল শিক্ষক পার্শ্ববর্তী বামনা উপজেলার ডৌয়াতলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে মঠবাড়িয়া পৌরশহরের সবুজ নগর মহল্লায় বসবাস করতেন। সে তিন কন্যা সন্তানের জনক।
থানা ও পারিবারিক সূত্রে জানাযায়, শিক্ষক গোলাম কবিরের স্ত্রী ৫৮ নম্বর ঘটিচোরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুরজাহান মুন্নী স্কুল ছুটি শেষে বাবার গিয়ে রাতে নিজের বাসায় ফেরেন। বাসায় ফিওে তিনি শিক্ষক স্বামীকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত লাশ দেখেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। পুলিশ খবর পেয়ে রাতে বসত ঘর থেকে নিহতের লাশ উদ্ধার করে। এসময় পুলিশ বসত ঘরের বিছানা থেকে দুটি চিরকুট উদ্ধার করে।
আত্মহত্যার কারণ পুলিশ এখনও উদঘাটন করতে পারেনি। তবে পরিবারের দাবি গত দুই বৎসর পূর্বে সড়ক দুর্ঘটনার পর মানসিক অসুস্থ হয়ে পড়েন। এছাড়াও স্কুল ম্যানেজিং কমিটির সাথে দ্বন্দ্ব থাকায় সে গত কয়েকদিন ধরে বিপর্যস্ত ছিল।
মঠবাড়িয়া থানার ইন্সেপেক্টর (তদন্ত) মাজহারুল আমিন জানান, লাশ উদ্ধার করে আজ বুধবার ময়নাতদন্তে জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। এ অপমৃত্যুর ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...