ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পাথরঘাটায় ‘বন্দুকযুদ্ধে দুই দস্যু’ নিহত

পাথরঘাটায় ‘বন্দুকযুদ্ধে দুই দস্যু’ নিহত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি >>

বরগুনার পাথরঘাটায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছে। আজ সোমবার ভোর রাতেপাথরঘাটা শহর থেকে সাত কিলোমিটার দক্ষিণে মাঝের চরে এ ঘটনা ঘটে। র‍্যাবের দাবি, নিহতরা দস্যু বাহিনীর সদস্য।

এ সময় বিপুল পরিমাণ গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে।

পাথরঘাটা শহর থেকে সাত কিলোমিটার দূরে সাগরে জেগে ওঠা নতুন চর মাঝের চরে (চর বিহঙ্গ) এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে পাথরঘাটা থানার ওসি মোল্লা মোহাম্মদ খবীর আহমদ র‌্যাবের বরাত দিয়ে এ খবর জানিয়েছেন।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৮ ও পুলিশ এর তথ্যমতে, পাথরঘাটা শহর থেকে সাত কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা একটি নতুন চরে (চর বিহঙ্গ) আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে। র‌্যাবের অভিযানকালে দুই জলদস্যু মারা যায় বলে জানানো হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

তবে বরিশালস্থ র‌্যার ৮ এর সহ-অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স জানান, নিহতদের একজন জলদস্যু হাসান বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করছিলেন।

পাথরঘাটা থানার ওসি মোল্লা মো. খবীর আহমেদ র‌্যাবের বরাত দিয়ে সকাল ৮টায় জানান, লাশ ওই চর থেকে উপকূলে এনে থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...