ব্রেকিং নিউজ
Home - অপরাধ - সদ্য জাতীয় পার্টিতে যোগদানকৃত মঠবাড়িয়ার এমপি ডা. রুস্তম আলী ফরাজির মোটরসাইকেল বহরে হামলায় ১০জন আহত

সদ্য জাতীয় পার্টিতে যোগদানকৃত মঠবাড়িয়ার এমপি ডা. রুস্তম আলী ফরাজির মোটরসাইকেল বহরে হামলায় ১০জন আহত

মঠবাড়িয়া প্রতিনিধি >>
পিরোজপুরের মঠবাড়িয়ার স্বতন্ত্র সংসদ সদস্য ও সদ্য জাতীয় পার্টিতে যোগদানকৃত ডা. রুস্তুম আলী ফরাজি স্থানীয় জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আসার পথে তার মোটরসাইকেল বহরে হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা জাতীয় পার্টির ও এমপি ফরাজির ১০ সমর্থককে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। এছাড়া ১৫টি মোটরসাইকেল ভাংচুর করে বলে উপজেলা জাতীয় পার্টি দাবি করেছে । আজ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে এমপি ডা. ফরাজি ঢাকা থেকে মঠবাড়িয়ায় জাতীয় পার্টি আয়েংাজিত সংবর্ধনা সভায় যোগ দিতে আসার পথে স্থানীয় সাফা বন্দরের কাছে এ হামলার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঠবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির(এরশাদ) সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান লিটন জানান, স্থানীয় স্বস্তন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজি গত ২৩ ডিসেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের হাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিক জাতীয় পার্টিতে যোগদান করেন। আজ মঙ্গলবার বিকালে উপজেলা জাতীয় পার্টি মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে এমপি ডা. ফরাজিকে সংবর্ধনা সভার আয়োজন করে। তিনি ঢাকা থেকে মঠবাড়িয়া আসার পথে বিকাল সাড়ে তিনটার দিকে মঠবাড়িয়া উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিলে তিন শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে এমপি মহোদয়কে এগিয়ে আনতে যান। পথে সাফা বন্দরের কাছে অর্ধশত উচ্ছৃংখল যুবক লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে মোটরসাইকেল বহরের গতিরোধ করে হামলা চালায়। এসময় হামলাকারী ১৫টি মোটর সাইকেল ভাংচুর করে। হামলায় এমপির সমর্থক প্রভাষক মো. ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আব্দুর রহমান,যুবসংহতির যুগ্ম সম্পাদক মো. শাহ আলম , সদস্য মো. আফজাল হোসেনসহ অন্তত ১০ নেতা কর্মী আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে পুলিশী প্রহরায় এরমপি ডা. রুস্তম আলী ফরাজিকে মঠবাড়িয়ায় নিয়ে আসা হয়। এমন অবস্থায় উপজেলা জাতীয় পার্টি সংবর্ধনা সভা সংক্ষিপ্ত করে শহরের শহীদ মোস্তফা খেলার মাঠে একটি প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে এমপি ডা. রুস্তুম আলী ফরাজি বক্তব্য দেন।
এছাড়া সমাবেশে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নূরুজ্জামান লিটন, যুবসংহতির সভাপতি মিজানুর রহমান দুলাল, পৌর জাতয়ি পার্টির যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ নূরু, যুব সংহতির সাধার সম্পাদক সফিকুল ইসলাম টুকু, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. আব্দুর রহমান প্রমূখ বক্তব্য দেন।
সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজি তার মোটর শোভাযাত্রায় হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, যারাই সন্ত্রাসী, মাদকাসক্ত তারাই মোটরসাইকেল বহরেরহামলা চালিয়েছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়ে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপি আসুক আর না আসুক এই সরকারের অধীনে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। জাতীয় পার্টি বর্তমান সরকারের একটি অংশ। এ সরকারের মন্ত্রী সভায় ৫জন মন্ত্রী দায়িত্ব পালন করছে।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...