ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভান্ডারিয়ায় বখাটে গ্রেফতারের দাবিতে মাদ্রাসা ছাত্রীদের ক্লাস বর্জন

ভান্ডারিয়ায় বখাটে গ্রেফতারের দাবিতে মাদ্রাসা ছাত্রীদের ক্লাস বর্জন

ভান্ডারিয়া প্রতিনিধি ▶️

পিরোজপুরের ভান্ডারিয়ায় বখাটের উৎপাতে অতিষ্ট মাদ্রাসা ছাত্রীরা অভিযুক্ত বখাটের গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে। উপজেলার রাজপাশা বালিকা দাখিল মাদ্রাসার ছাত্রীরা গতকাল শনিবার থেকে লাগাতার ক্লাস বর্জনের ডাক দেয়। ফলে সংশ্লিষ্ট মাদ্রাসায় শিক্ষার্থীরা না আসায় পাঠদান ব্যহত হয়। এদিকে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসি অভিযুক্ত বখাটেকে আটক করতে গিয়ে তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মাদ্রাসা সুপার নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীকে মাদ্রাসায় যাওয়া আসার প্রতিদিন স্থানীয় শামীম মৃধা নামে কে বখাটে উত্ত্যক্ত করে আসছে । মাদ্রাসা কর্তপক্ষসহ ও থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে কোন প্রতিকার না পাওয়ায় গতকাল শনিবার থেকে রাজপাশা বালিকা দাখিল মাদ্রাসার বিক্ষুব্দ ছাত্রীরা মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়। বখাটে গ্রেফতার ও বিচার না করা পর্যন্ত কোন শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়ে এ ধর্মঘট ডাকে।
অভিযুক্ত বখাটে শামীম মৃধা উপজেলার ধাওয়া ইউনিয়ানের রাজপাশা গ্রামের মৃত বারেক মৃধার ছেলে ।

এ বিষয়ে মাদ্রাসা সুপার মাওলানা আব্দুস সবুর বলেন, বখাটে শামীমের উৎপাতে মাদ্রাসা ছাত্রীরা অতিষ্ট। প্রশাসনের কাছে আমরা প্রতিকার চেয়েছি। কিছু প্রভাবশালীদের ছাত্র ছায়ায় শামীম নির্বিঘেœ রয়েছে। মাদ্রসা ছাত্রীরা বিচার দাবিতে ক্লাস বর্জণ করেছে। প্রশাসনের কাছে আমরা এর প্রতিকার চাই।

এ ব্যাপারে ধাওয়া ইউনিয়ানের ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী গত রাতে তার বাড়িতে চালিয়ে ভাংচুর করেছে। অভিযুক্ত বখাটে পলাতক। তার বিরুদ্ধে উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা সভায় তাকে গ্রেফতারের জন্য ১১টি রেজুলেশন হয়েছে।

এ ব্যাপরে ভান্ডারিয়া থানার আফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার সাংবাদিকদের বলেন, বিষয়টি শুনেছি তবে বখাটের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি দাবি করেন, ভূক্তভোগি ছাত্রীর পরিবারের পক্ষ হতে কেউ লিখিত অভিযোগ দেয়নি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...