ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় দুই স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা পৃথক মামলায় ৩জন গ্রেপ্তার

মঠবাড়িয়ায় দুই স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা পৃথক মামলায় ৩জন গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি ▶️

পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ও বুধবার রাতে দুই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে বলে জানান মঠবাড়িয়া থানার ওসি কেএম তারিকুল ইসলাম। এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার দুপুরে দুটি মামলায় অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করেছে।
মঠবাড়িয়া শহরের একটি বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রীকে অপহরণ করে ধর্ষনের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ অভিযুক্ত ছগির ও তার মা জহুরা বেগম কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ছগির (২০) দক্ষিণ সোনাখালী গ্রামের ফুল মিয়ার ছেলে ও জহুরা বেগম (৪০) ফুল মিয়ার স্ত্রী।
অপর দিকে নলী তুলাতলা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রীকে অপহরণ করে ধর্ষনের মামলায় পুলিশ অভিযুক্ত রবিউল শিকদার কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া রবিউল শিকদার (২৫) মঠবাড়িয়া উপজেলার তাফালবাড়িয়া গ্রামের কালাম শিকদারের ছেলে।
মঠবাড়িয়া থানার ওসি কেএম তারিকুল ইসলাম জানান, শহরের থানাপাড়ার বাসিন্দা ৯ম শ্রেণীর ছাত্রী গত ২৮ অক্টোবর বিকেলে পৌর শহরের টিএন্ডটি রোডে প্রাইভেট পড়তে যায়। এ সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ছগির ও তার দলবল ওই স্কুল ছাত্রীকে জোর পূর্বক মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়। পরে ওই ছাত্রীকে ছগির তার নানা বাড়ি ও নিজ বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েক দফা ধর্ষণ করে।
ওসি কেএম তারিকুল ইসলাম আরো জানান, পুলিশ বুধবার রাতে অপহৃতা স্কুল ছাত্রীকে ছগিরের বাড়ি থেকে উদ্ধার করে। এরপর স্কুল ছাত্রীর বাবা মামলা দায়েরের পর থানা পুলিশ বৃহস্পতিবার সকালে ধর্ষক ছগির ও তার মা জহুরা বেগমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
অপর মামলার বিষয়ে ওসি কেএম তারিকুল ইসলাম জানান, মঠবাড়িয়া উপজেলার তাফালবাড়িয়া গ্রামের এক গাছ ব্যবসায়ীর মেয়ে ও স্থানীয় একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রীকে বাড়ি থেকে মঙ্গলবার গভীর রাতে প্রতিবেশী রবিউল জোর পূর্বক তুলে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ বৃহস্পতিবার রবিউলকে গ্রেপ্তার করে।
এদিকে এক স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং অপর স্কুলছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে বলো আরো জানান ওসি তারিকুল ইসলাম।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...