ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষনের প্রতিবাদ ও ধর্ষনকারীকে বিচার দাবিতে মানববন্ধন

পিরোজপুরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষনের প্রতিবাদ ও ধর্ষনকারীকে বিচার দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি ▶️

পিরোজপুরে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের প্রতিবাদ এবং ধর্ষনকারীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এরাকাবসী ও সর্বস্থরের মানুষ। বৃহষ্পতিবার সকালে বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার আয়োজনে স্থানীয় টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী নির্যাতন ও ধর্ষণের মত অপরাধের শাস্তিযোগ্য আইন থাকলেও আইনের সঠিক প্রয়োগ না থাকায় সারা দেশে প্রতিনিয়ত ধর্ষণের মত অপরাধ বেড়েই চলছে। দোষীরা আইনের ফাক ফোকড় গলিয়ে পার পেয়ে যাচ্ছে। যার স্বীকার পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী রিমী আক্তার। থানায় মামলা হলেও এলাকার লম্পট নাসির মুন্সি আজও গ্রেফতার হয়নি। বক্তরা অবিলম্বে ধর্ষনকারী নাসিরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা সভাপতি মনিকা মন্ডল, পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার মন্টু, সাংবাদিক খালিদ আবু, উন্নয়ন কর্মী মইনুল আহসান মুন্না, মহিলা পরিষদের সহ সভাপতি মাতোয়ারা বেগম, অর্থ বিষয়ক সম্পাদক ও পৌর কাউন্সিলর হাফিজা আক্তার খুশি, সচেতন নাগরিক নুরুল ইসলাম খান, শংকরপাশা ইউপি মেম্বর নজরুল ইসলাম ও স্থানীয় জসিম খলিফা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...