ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবা‌ড়িয়ার ‍প্রত্যন্ত গ্রাম জুড়ে রাতে ডাকাত অাতংকের গুজব ❗উপজেলা প্রশাসনের জরুরী সভা

মঠবা‌ড়িয়ার ‍প্রত্যন্ত গ্রাম জুড়ে রাতে ডাকাত অাতংকের গুজব ❗উপজেলা প্রশাসনের জরুরী সভা

মঠবাড়িয়া প্রতিনিধি▶️

পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়ায় শ‌নিবার দিবাগত গভীর রা‌তে মঠবা‌ড়িয়া পৌর শহরসহ উপ‌জেলার প্রত্যন্ত বেশ কয়েকটি গ্রামে ডাকাত আতংঙ্ক ছ‌ড়ি‌য়ে প‌ড়ে । এঘটনায় সংশ্লিষ্ট এলাকার মস‌জি‌দে মা‌কিং করা হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে ডাকাতি আতংক নিয়ে নানা পোস্ট দিলে তা দ্রুত ছড়িয়ে পড়ে । এতে সাধারণ মানু‌ষের ম‌ধ্যে ব্যাপক আতংক ছ‌ড়ি‌য়ে প‌ড়ে।ফলে মানুষের নির্ঘুম রাত কাটে।

তবে উপজেলা প্রশাসন বিষয়‌টি সম্পূর্ণ গুজব বলে জানানো হয়। তারা ব‌লেন এক‌টি মহল বা চক্র সরকা‌রের বা অাওয়ামীলী‌গের সুনাম ক্ষুন্ন করার জন্য উ‌দ্দেশ্যপূর্ণভা‌বে এ গুজব ছড়ায়। বিষয়‌টি তদ‌ন্তের জন্য পু‌লিশ প্রশাস‌নের দৃ‌ষ্টি আকর্ষন করা হয়েছে।

এদিকে এ বিষ‌য়ে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার সভা ক‌ক্ষে উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে আজ র‌বিবার সন্ধায় উপ‌জেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে একটি জরুরী সভা অনু‌ষ্ঠিত হয়।

সভায় অ‌ফিসার ইনচার্জ কেএম তা‌রিকুল ইসলাম, উপ‌জেলা ভাইস চেয়ারম্যান সি‌দ্দিকুর রহমান বাদশা, মু‌ক্তি‌যোদ্ধা মোস্তফা শাহঅালম দুলাল, এমাদুল হক খান, এড‌ভো‌কেট ম‌জিবর রহমান মুন্স‌ি, আনসার উ‌দ্দিন ,ফারুক উজ জামান,উপ‌জেলা জাতীয় পা‌র্টির সভাপ‌তি নাজমুল আহসান ক‌বির, উপ‌জেলা অা’লী‌গের যুগ্ম সম্পাদক মোঃ খ‌লিলুর রহমান আকন, পৌর আ’লী‌গের সহ সভাপ‌তি হেমা‌য়েত উ‌দ্দিন, ম‌হিউ‌দ্দিন আহ‌ম্মেদ ম‌হিলা ডিগ্রী ক‌লে‌জের অধ্যক্ষ মোঃ আজীম উল হক, নাগ‌রিক ক‌মি‌টির সদস্য স‌চিব নূর হোসাইন মোল্লা, পৌর কাউ‌ন্সিলর শ‌ফিকুর রহমান, আ’লীগ নেতা হারণর অর র‌শিদ, র‌ফিকুল ইসলাম রিপন মাতুব্বর, সাংবা‌দিক অাব্দুস সালাম আজাদী, মিজানুর রহমান মিজু, জুল‌ফিকার আমীন সো‌হেল, মোস্তফা কামাল বু‌লেট, ঈমাম স‌মি‌তির সভাপ‌তি মাওলানা রুহুল আ‌মিন, ব‌নিক স‌মি‌তি সভাপ‌তি শামসুল আলম, সাধারণ সম্পাদক খোকা মিয়া, উপ‌জেলা যুবলী‌গের সাধারন সম্পাদক জুলহাস শা‌হিন, উপ‌জেলা স্বেচ্ছা সেবক লী‌গের সভাপ‌তি আলাউ‌দ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হো‌সেন, উপ‌জেলা ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক আ‌রিফু রহমান সিফাত, সাংগঠ‌নিক সম্পাদক আখতারুজ্জামান নিজাম, ক‌লেজ ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক ম‌শিউর রহমান মর্তুজা, ঢাকাস্থ ছাত্র কল্যাণ স‌মি‌তির সহ সভাপ‌তি জা‌সেম আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়‌টি সম্পূর্ণ গুজব। একটি মহল মানুষের মাঝে ফেসবুকে ডাকাত আতংক ছড়িয়ে ভীতিকর অবস্থার সৃষ্টি করেছে। বিষয়টি প্রশাসন খতিয়ে দেখছে। তবে এলাকাবাসিকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...