ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়া পৌর শহরে চুরি ঠেকাতে নতুন কমিটি – নতুন প্রহরী

মঠবাড়িয়া পৌর শহরে চুরি ঠেকাতে নতুন কমিটি – নতুন প্রহরী

মঠবাড়িয়া প্রতিনিধি ▶️

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে গত একমাসে আশংকাজনক হারে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি পেয়েছিল। এতে পৌরবাসি ও ব্যবসায়ীদের মাঝে চুরি আতংক বিরাজ করছিল। এ নিয়ে পৌরশহরের বাজার কমিটির বিরুদ্ধে নানা অব্যস্থাপনার অভিযোগে ব্যবসায়িদের মাঝে ক্ষোভ বিরাজ করে। ব্যবসায়িরা বাধ্য হয়ে বাজারের চুরি ও শান্তি শৃংখলা সুরক্ষায় নতুন করে পৌর শহর ব্যবসায়ি সমিতি নামে একটি অস্থায়ী উপকমিটি গঠন করা হয়। ওই কমিটির ব্যবস্থাপনায় ১২জন নতুন প্রশিক্ষিত পাহারাদার নিয়োগ দেওয়া হয়। পৌর শহরের চুরি ঠেকোতে শুক্রবার রাত থেকে বাজারে নতুন ব্যবস্থাপনায় পাহারা জোরদার করা হয়। সেই সাথে পুলিশী টহলও জোরদার করা হয়।

থানা ও বাজার উপকমিটি সূত্রে জানাগেছে, পৌর শহরে রাতে চুরি ঠেকাতে নতুন কওে মঠবাড়িয়া বাজার উপ কমিটি (অস্থায়ী ) গঠন করা হয়েছে। এতে পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম, মঠবাড়িয়া থানার উপ পরিদর্শক নুর আমিন, ব্যবসায়ি জামাল উদ্দিন আকন ,মো. তুষার, মো. আমির খলিফা ,মো. উজ্জল খাঁ, রতন কর্মকার,মো. রফিকুল ইসলাম, মো. মাসুদ গাজী, মো. মামুন মৃধা ও উত্তম কর্মকার এর সমন্বয়ে নতুন বাজার কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্য কম্পিউটার ব্যবসায়ি মো. মাসুদ গাজি জানান, স্থানীয় থানা পুলিশের সাথে সমন্বয় করে পৌর শহরে রাতের পাহারা জোরদার করা হয়েছে। প্রথম দফায় ১২জন নৈশ পাহারাদার নিয়োগ দেয়া হয়েছে। পাহারাদারদেও ইউনিঢরম, টর্চলাইট ও সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। দ্বিতীয়দফায় আরও পাহারাদার নিয়োগ দেয়া হবে। শুক্রবার সন্ধ্যায় মঠবাড়িয়া থানায় নতুন পাহারাদারদের একটি পরিচিতি সভা ও পুলিশী ব্রীফিং সেশন অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয়ে নতুন বাজার উপকমিটির আহ্বায়ক পৌর কাউন্সিলর মো. শফিকুর রহমান শফি জানান, পৌর শহরে নানা অব্যবস্থাপনার কারনে শহরে বৃদ্ধি পেয়েছে। এতে ব্যবসায়িরা ক্ষুব্দ হয়ে নতুন উপ কমিটি গঠন করে । নতুন কমিটি বাজারের চুরি রোধে নানা ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে.এম তারিকুল ইসলাম জানান, নতুন বাজার কমিটির পাহারাদারদের সাথে থানা পুলিশ সমন্বয় করে শহরে রাতে পুলিশী পাহারা জোরদার করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...