ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়া পৌর শহরে চুরি রোধে নতুন নৈশ পাহারাদার নিয়োগ

মঠবাড়িয়া পৌর শহরে চুরি রোধে নতুন নৈশ পাহারাদার নিয়োগ

মঠবাড়িয়া প্রতিনিধি:▶️

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে চুরি রোধে নতুন প্রহরা ব্যবস্থাপনার আওতায় নৈশ পাহারাদার নিয়োগ দেয়া হয়েছে। প্রথম দফায় মঠবাড়িয়া বণিক সমিতির উদ্যোগে আজ শুক্রবার ১২জন প্রহরী নিয়োগ দেয়া হয়। এ উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় মঠবাড়িয়া থানায় নিয়োগকৃত প্রহরীদের পরিচিতি সভা ও ব্রীফিং সেশন অনুষ্ঠিত হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে.এম তারিকুল ইসলাম রহমান নৈশ প্রহরীদের ব্রীফিং সেশন পরিচালনা করেন। এসময় নিয়োগকৃত পাহারাদারসহ বণিক সমিতির নেতারা ও ব্যবসায়িরা উপস্থিত ছিলেন।

মঠবাড়িয়া বণিক সমিতির চলতি দায়িত্বে থাকা পৌর কাউন্সিলর মো. শফিকুর রহমান জানান, সাম্প্রতিক সময়ে মঠবাড়িয়া পৌরশহরে বেশ কিছু চুরি সংঘটিত হয়। এতে ব্যবসায়িদের মধ্যে রাতে চুরি আতংক বিরাজ করে। ফলে ব্যবসায়িদের দাবির পরিপ্রেক্ষিতে বাজার কমিটি নতুন আঙ্গিকে প্রহরা বৃদ্ধি জোরদার করণে ১২জন নতুন নৈশ প্রহরী নিয়োগ দেয়। এসব পাহারাদারদের ইউনিয়ন ফরম (জ্যাকেট) ও টর্চলাইট,লাঠি ও বাঁশি প্রদান করা হয়।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার এএস.আই মো. শহীদুল ইসলাম জানান, পৌর শহরে চুরি রোধে প্রয়োজনে আরও নৈশ প্রহরী নিয়োগ দেয়া হবে। এছাড়া পুলিশের একটি বিশেষ টীম পৌর শহরে সারারাত টহলরত থাকবে।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...