ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় শিশু ঊর্মি হত্যা মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ ◾ থানায় জিডি

মঠবাড়িয়ায় শিশু ঊর্মি হত্যা মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ ◾ থানায় জিডি

মঠবাড়িয়া প্রতিনিধি↪️

পিরোজপুরের মঠবাড়ীয়ায় বহুল আলোচিত সাংবাদিক কন্যা ঊর্মি হত্যা মামলা প্রত্যারের জন্য বাদির ভাইকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে গ্রেফতারকৃত আসামী ছগির আকনের স্বজনদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে বাদির স্ব-পরিবারের লোকজন খুন-যখম করার হুমকী দেয়। গতকাল রবিবার সকাল ৯ টার দিকে উপজেলার উত্তর বড়মাছুয়া গ্রামের বটতলা নামক মিনি বাজারে এঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ঊর্মির বাবা ও ঊর্মি হত্যা মামলার বাদি জুলফিকার আমীন সোহেল মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়রী (৩৭৬/১৭) করেছেন। সোহেল দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার মঠবাড়িয়া প্রতিনিধি ও উপজেলার উত্তর বড়মাছুয়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃতঃ রুহুল আমীন আকনের ছেলে।
জিডি সূত্রে জানাগেছে, রবিবার সকাল ৯ টার দিকে উপজেলার উত্তর বড়মাছুয়া গ্রামের বটতলা নামক মিনি বাজারের একটি দোকানে বসে ঊর্মি হত্যা মামলার বাদি জুলফিকার আমীন সোহেলের ছোট ভাই মনিরুল আমীন পাভেলে চা-বিস্কুট খাচ্ছিলেন। এসময় ঊর্মি হত্যা মামলার আসামী ছগির আকনের আপন বড় ভাই কবির আকন ও প্রতিবেশী ভাই মৃতঃ মানিক আকনের পুত্র সাইয়েদ আকন পাভেলকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গাল মন্দ করে। পাভেল এসময় প্রতিবাদ করলে উভয়ের মধ্যে তর্ক শুরু হয়। এসময় সোহেলের বড়ভাই রিপন ঘটনাস্থলে এসে প্রতিবাদ জানায়। এসময় কবির আকন (৪৮), সাইয়েদ আকন (৫০) দু‘বার দেশীয় অস্ত্রসহ মারমুখি হয়ে আসেন। তারা প্রকাশ্যে মামলা তুলে আনার হুমকি দেন বলে অবিযোগে উল্লেখ করা হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জিডির সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্যঃ গত ২৩ জুলাই উপজেলার উত্তর বড়মাছুয়া গ্রামের একটি পরিত্যাক্ত বাগানের নালা থেকে ঊর্মির (১০) লাশ উদ্ধার করেন থানা পুলিশ। এঘটনায় ওইদিন রাতেই নিহত ঊর্মির পিতা জুলফিকার আমীন সোহেল বাদি হয়ে অজ্ঞাত আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা করেন। পুলিশ বিভিন্ন তথ্য প্রমানের ভিত্তিতে ওই গ্রামের মৃতঃ কুদ্দুস আকনের পুত্র ছগির আকন (৩৫) কে গ্রেফতার করেন। ছগির বর্তমানে জেল-হাজতে রয়েছেন।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...