ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে টাস্ক ফোর্সের অভিযানে ১৫ হাজার মিটার মাছধরা জাল জব্দের পর পুড়িয়ে বিনস্ট

পিরোজপুরে টাস্ক ফোর্সের অভিযানে ১৫ হাজার মিটার মাছধরা জাল জব্দের পর পুড়িয়ে বিনস্ট

পিরোজপুর প্রতিনিধি ↪️

পিরোজপুরের কঁচা-গঙ্গা ও বলেশ^র নদীতে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার মিটার জাল জব্দ করেছে জেলা মৎস্য অফিস ও শংকরপাশা ইউনিয়ন টাস্ক ফোর্স কমিটি। যার আনুমানিক মূল্যে প্রায় ৬ লক্ষ ৬০ হাজার টাকা। শুক্রবার সকালে ১১ টায় জব্দকৃত জালগুলো শংকরপাশা ইউনিয়ন পরিষদের সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালন করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সুহৃদ সালেহীন।
পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো: মোশাররফ হোসেন বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলা মৎস্য বিভাগ পিরোজপুরের কঁচা ও বলেশ^র নদীতে অভিযান চালায়। এ সময় নদী থেকে ২২ টি কারেন্ট জাল, ১৪টি চরগড়া, ৩টি বেহুন্দিজাল ও ২টি জগৎবেল জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো বেকুটিয়া ফেরীঘাট এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশিষ বাছাড়, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী, শংকরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন স্বপন, জেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...