ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

মঠবাড়িয়ায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

মঠবাড়িয়া প্রতিনিধি >

আইন শৃংখলার উন্নয়ন, অপরাধী সনাক্ত ও মানবাধিকার সুরক্ষায় তথ্য অভিযোগ্য বক্স এর আওতায় পিরোজপুরের মঠবাড়িয়ায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার পিরোজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুলিশিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মঠবাড়িয়া পৌরসভা চত্ত্বরে অনুষ্ঠিত এ কার্যক্রমে বক্তব্য দেন, পিরোজপুরের সহকারী পুলিশ সুপার মোঃ রিয়াজ হোসেন পিপিএম, স্বরুপকাঠীর সহকারী পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, মঠবাড়িয়া পৌরসভার মেয়র মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে.এম তরিকুল ইসলাম, ওসি তদন্ত মো. মাজহারুল আমীন, মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ও সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমূখ।

শেষে অপরাধীদের সনাক্ত ও মানবাধিকার সুরক্ষায় মঠবাড়িয়া সভার সামনে বিট পুলিশিংএর একটি তথ্য অভিযোগ বক্স স্থাপন করা হয়। এছাড়া উপজেলার গুলিশাখালী, মিরুখালী ও তুষখালী ইউনিয়ন বাজারে বিট পুলিশি এর তথ্য অভিযোগ বক্স স্থাপন করা হয়।

মঠবাড়িয়া থানা সূত্রে জানাগেছে, পরবর্তীতে পুলিশ প্রশাসন উপজেলার আরু ৭টি ইউনিয়নে বিট পুলিশিং এর তথ্য অভিযোগ বক্স স্থাপন করবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...