ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি >
মিয়ানমারে গণহত্যা-শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগ ও বর্বরতার প্রতিবাদ ও পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার দাবীতে পিরোজপুরে মানববন্ধন পালিত হয়েছে। আজ শনিবার সকালে শহরের গোপলকৃষ্ণ টাউন ক্লাব রোডে পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয় শতবর্ষ উদযাপন পরিষদের-২০১৭’র আয়োজনে এ মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমার সামরিক জান্তা নিরিহ রোহিঙ্গাদের ওপর যে ভাবে হত্যা-নির্যাতন চালাচ্ছে তা ইতিহাসকে হার মানায়। শান্তিতে নোবেল বিজয়ী অং সান সূচি মুখে গনতন্ত্রের কথা বলে মানুষ হত্যায় নেমেছে। তারা শুধু নিরীহ মানুষকেই হত্যা করছে না, তাদের হাত থেকে রেহাই পাচ্ছেনা নিরীহ নারী ও শিশুরাও। বক্তারা এসময় অবিলম্বে এ সব গনহত্যা বন্ধ করার প্রতিবাদ জানিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশের সকল প্রকার সম্পর্ক ছিন্ন করার আহবান জানান সরকারের প্রতি। বক্তারা এসময় রোহিঙ্গাদের ওপর সকল প্রকার নির্যাতন, গনহত্যা, ধর্ষণ, নিপীড়নের নিন্দা জানিয়ে এর দ্রুত সমাধানের জন্য জাতিসংঘের হস্তক্ষেপও কামনা করেন।
টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. করিম সরদারের নেতৃত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, স্কুলের প্রাক্তন ছাত্র মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ মান্নান, মুক্তিযোদ্ধা সহিদুল আলম মন্টু, শিক্ষক নেতা কাজী মজিবুর রহমান, সাংবাদিক খালিদ আবু, এস এম পারভেজ, সাংবাদিক ও উন্নয়ন কর্মী জিয়াউল আহসান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম মন্টু, এডভোকেট বাহাদুর হোসেন, দিলীপ মাঝী, সমর কৃষ্ণ লিটু, শিক্ষক এমদাদ হোসেন, মো. নজরুল ইসলাম, অরুন কর্মকার, নরোত্তম দেবনাথ এবং স্কুলের দশম শ্রেনীর ছাত্র মাহবুবুল হাসান প্রমুখ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...