ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত-গ্রেফতার-১

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত-গ্রেফতার-১

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুরের ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত আলী আহম্মদ ও তার স্ত্রী আজিমননেছাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় জয়নাল সরদার বাদী হয়ে ১৩ জনকে আসামী করে বুধবার রাতে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করলে ১ জনকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বুধবার উপজেলার চরবলেশ্বর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পার্শ্ববর্তী ফরিদ সরদার, জলিল সরদার, জালাল সরদার, কাইউম সরদার সহ ১০ থেকে ১৫ জন লোক দাও, চাপাতি ও রড দিয়ে প্রতিপক্ষ আলী আহম্মেদ সরদার (৭৫), জয়নাল সরদার, আজিমননেছা, ছালেক, মরিয়মের উপর হামলা চালায় এবং তাদের বাড়িঘর ভাংচুর করে। তাদের চাপাতির কোপে আলী আহম্মেদের ঘাড়ে ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এসময় আলী আহম্মেদের স্ত্রী আজিমন নেছা (৬৫) কে পিটিয়ে হাত ভেঙ্গে দেয় প্রতিপক্ষরা। এছাড়া আলী আহম্মেদের মেয়ে মরিয়ম (৫৫) ও তার প্রতিবন্ধী ছেলে ছালেক (৪০) আহত হয়। গুরুতর আহত আলী আহম্মেদ ও তার স্ত্রী আজিমন নেছাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে বুধবার রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুজনেরই অবস্থা আশংকাজনক। এঘটনায় পুলিশ জেসমিন নামে এক মহিলাকে আটক করে বৃহস্পতিবার ওই মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠিয়েছে।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুল বারী জানান, হামালার ঘটনায় ১৩ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। আসামীদের মধ্যে একজনকে আটক করা হয়েছে অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...