ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় এনজিওর ঋণের টাকা আত্মসাতের দায়ে দন্ডিত আসামী গ্রেফতার

মঠবাড়িয়ায় এনজিওর ঋণের টাকা আত্মসাতের দায়ে দন্ডিত আসামী গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ মো. আবুল হোসেন(৩৫)নামে ছয় মাসের কারাদন্ডে দন্ডিত এক আসামীকে গ্রেফতার করেছে। পুলিশ আজ সোমবার দুপুরে মঠবাড়িয়া পৌর শহর হতে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আবুল হোসেন মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের চাঁন মিয়ার ছেলে।

থানা সূত্রে জানাগেছে, আবুল হোসেন ফল ব্যবসার নামে মঠবাড়িয়া পৌর শহরের হাসপাতাল এলকার অবস্থিত শান্তি উদ্যোগ ট্রাস্ট নামে একটি বেসকারী সংস্থা(এনজিও) হতে ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করে। এরপর সে ওই ঋণের কিস্তি যথারীতি পরিশোধ না করে টালবাহানা শুরু করে। এক পর্যায় সে গা ঢাকা দেয়। এ ঘটনায় ঋণের অর্থ উদ্ধারে শান্তি উদ্যোগ ট্রাস্ট সংস্থা ২০১৪ সালে আদালতে একটি মামলা দায়ের করে ওই মামলায় আদালত তার অনুপস্থিতিতে ছয় মাসের কারাদন্ডের আদেশ দেয়। এরপর সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থা শান্তি উদ্যোগ ট্রাস্টের মঠবাড়িয়ার সমন্বয়কারী মো. আব্দুল বারেক সেখ জানান, দন্ডিত আবুল হোসেন ফল ব্যাবসার কথা বলে ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করার পর আর তা পরিশোধ না করেননি। প্রতিকার চেয়ে সংস্থার পক্ষ হতে আদালতে মামলা দায়ের করা হয়।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার সহকারী উপ পরিদর্শক মো. আব্দুর রব সরদার জানান, দন্ডিত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...