ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়ি ভাংচুর-লুটপাটের অভিযোগে মামলা

মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়ি ভাংচুর-লুটপাটের অভিযোগে মামলা

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফুয়াদ হাসানের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে থানায় মামলা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে বুধবার প্রতিপক্ষরা এ হামলা চালায়।

এ ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ফুয়াদের মা ফ্লোয়ারা বেগম বাদী হয়ে বুধবার রাতে প্রতিপক্ষ আমিনুল ইসলাম, সবুজ, সজল, মাসুদসহ ১১জন নামীয় ও অজ্ঞাত আরও ২০ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানাগেছে, স্বেচ্ছাসেবকলীগ নেতা ফুয়াদ হাসান বুধবার মঠবাড়িয়া আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে বাড়িতে যাওয়ার পর প্রতিপক্ষ আমিনুল, সবুজ, সজলের নেতৃত্বে ২৫/৩০ জনের একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে ফুয়াদকে খুঁজতে থাকে। এসময় মা ফ্লোয়ারা বেগম ছেলে ফুয়াদকে বাঁচানোর জন্য একটি রুমের মধ্যে তালাবদ্ধ করে রাখেন। হামলাকারীরা ফুয়াদকে না পেয়ে বাড়ি-ঘর ভাংচুর ও কুরবানীর গরু কেনার ৫০ হাজার টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয় বলে মামলায় অভিযোগ আনা হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...