ব্রেকিং নিউজ
Home - অপরাধ - বামনায় বিদ্যুতের খুটির সাথে বেঁধে নির্যাতনের পর মল-মূত্র খাওয়ানোর চেষ্টা ! একজন গ্রেফতার

বামনায় বিদ্যুতের খুটির সাথে বেঁধে নির্যাতনের পর মল-মূত্র খাওয়ানোর চেষ্টা ! একজন গ্রেফতার

মনোতোষ হাওলাদার, বামনা(বরগুনা)প্রতিনিধি >

বরগুনার বামনা উপজেলার পূর্ব সফিপুর গ্রামের মৃত: আদম মল্লিকের পুত্র মো. ইউনুস (৩৫) কে বসত ঘরের সামনে বিদ্যুতের খুটির সাথে বেধে অমানুষিক নির্যাতন চালিয়েছে আপন বড়ভাই মো. ইসমাইল(৪২) ও তার সহযোগীরা। এসময় নির্দয় বড় ভাইয়ের স্ত্রীর মল-মূত্র বোতলে ভরে তাকে খাওয়ানোর চেষ্টা করা হয়। এ অমানবিক ও নির্দয়তার ঘটনায় এক জনকে গ্রেপ্তার করেছে বামনা থানা পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার পূর্বসফিপুর গ্রামে এ অমানবিক ঘটনা নিয়ে এলাকায় নিন্দার ঝড় বইছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসির সূত্রে জানাযায়, নির্যাতনের শিকার ইউনুস কতিথ ফকির হিসেবে এলাকায় পরিচিত। ইউনুসের আপন বড় ভাই মো. ইসমাইল মনে করে তাকে এবং তার স্ত্রী পারুল বেগম (৩৫) ও পুত্র সোহাগ (২২ কে জাদুটোনা করে ক্ষতি সাধন করেছে ইউনুস। গত শুক্রবার (২৫ আগস্ট) বিকালে ঐ তিন জন মিলে ইউনুসকে ধরে বাড়ীর সম্মুখের বিদ্যুতের খুটির সাথে বেধে লাঠি দিয়ে প্রথমে বেদম প্রহর করে। এসময় পারুল বেগমের প্রসাব ও পায়খানা বোতলে ভরে তাকে জোড় পূর্বক খাওয়ানোর চেষ্টা চালায় নির্যাতনকারীরা । এতে ইউনুস গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বামনা হাসপাতালে ভর্তি করে। তিনি বর্তমানে বামনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ নির্যাতনের ঘটনাটি মোবাইলে ধারন করা হয়েছে। স্থানীয় সাংবাদিকরা ভিডিওটি সংগ্রহ করেছেন।

স্থানীয়দের মাধ্যমে এ নির্যাতনের খবর পেয়ে বামনা থানাপুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বে নির্যাতনকারীরা ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে। পুলিশ ঘটনাস্থল হতে বেধে রাখা ও মারধরের আলামত হিসেবে লাঠি, রশি ও ব্যবহত বোতল জব্দ করে থানায় নিয়ে আসে।

এদিকে এ নির্দয় ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে নির্যাতনকারী ইসমাইলের ছেলে সোহাগকে পালিয়ে যাওয়ার সময় পূর্বসফিপুর এলাকা থেকে এলাকাবাসিরা আটক করে বামনা থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

এ বিষয়ে বামনা থানার ওসি মো. সাহাবুদ্দিন জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোহাগ নামে একজনকে গ্রেফতার করে আজ শনিবার আদালতের মাধ্যমে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...