ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকির অভিযোগে দলীয় ৫ নেতার বিরুদ্ধে থানায় জিডি

মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকির অভিযোগে দলীয় ৫ নেতার বিরুদ্ধে থানায় জিডি

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় কে এম লতীফ ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক সেলিম মাতুব্বরকে প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে । এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে মঠবাড়িয়া থানায় আওয়ামীলীগ নেতা সেলিম মাতুব্বর নিজেই বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় এ মর্মে জিডিটি করেন। এতে তিনি দলীয় পাঁচ নেতার বিরুদ্ধে হুমকীর অভিযোগ আনেন।

ওই জিডিতে আওয়ামীলীগ সমর্থক ও মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এবং পিরোজপুর জেলা পরিষদের সদস্য আজিম-উল-হক, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, অপর সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, উপজেলা যুবলীগের সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ, যুবলীগ নেতা শাহীন শরীফসহ আরও অজ্ঞাতনামা ৮ জনের নাম উল্লেখ করা হয়।

সাধারণ ডায়রী সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া পৌর শহরের ঐতিহ্যবাহী কেএম লতিফ ইনস্টিটিউশন এর দাতা সদস্য হওয়ার মেয়াদ আগামী রোববার (২৭ আগস্ট) শেষ হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে পৌরসভা সম্মুখ সড়কে দাতা সদস্য হতে ইচ্ছুক উল্লেখিত বিবাদীরা সেলিম মাতুব্বরকে পূণঃরায় দাতা সদস্য না হওয়ার জন্য হুমকি দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকেও তারা ভয়ভীতি প্রদান করেন। এর জের ধরে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে খুন ও জখমের উদ্দেশ্যে আ.লীগ সম্পাদক সেলিম মাতুব্বরের শহরের নিউমার্কেট আবাসিক মহল্লায় অবস্থিত তার নিজ বাস ভবনে গিয়ে নানা ভয়ভীতিসহ ওই বিদ্যালয়ের দাতা সদস্য হলে খুন করার হুমকি দেয়া হয়। বিষয়টি তাৎক্ষনিক তিনি থানার ওসিকে অবহিত করলে থানা পুলিশ ঘটনাস্থলে এলে উল্লেখিত হুমকীদাতারা পালিয়ে যায়। তিনি জিডিতে আরও উল্লেখ করেন , উল্লেখিত ব্যক্তিদের কার্যকলাপ তার বাস ভবনের সিসি ক্যামেরায় ধারণ করা আছে।

এদিকে শুক্রবার বিকালে আজিজুল হক সেলিম মাতুব্বর সংবাদ সম্মেলন করে জানান, দলের সন্ত্রাসীদের ভয়ে তিনি আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মঠবাড়িয়া উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ ও ই্উপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন হামলা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত। তাদের হুমকীতে আ.লীগ নেতা নিরাপত্তাহীন দাবি করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও জেলা পরিষদ সদস্য আজিম-উল-হক তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ওই রাতে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপনকে নিয়ে মিরুখালী ইউপি চেয়ারম্যান আ. সোবাহান শরীফের বাস ভবনে শালিশ বৈঠক শেষে বাসায় ফিরছিলাম। আমাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে জিডি করা হয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে খবর পেয়েই আ.লীগ নেতা সেলিম মাতুব্বরের বাস ভবনে তাৎক্ষনিক পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...