ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় শিশু স্কুল ছাত্রী উর্মি হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মঠবাড়িয়ায় শিশু স্কুল ছাত্রী উর্মি হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ার ৬ নম্বর মধ্য বড়মাছুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর উর্মি আকাতারকে ধর্ষণ শেষে হত্যার প্রতিবাদ ও হত্যাকারী ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মঠবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকালে মঠবাড়িয়া পৌর শহরের শহীদ মিনার সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী মাববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মঠবাড়িয়া সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ,রাজনীতিক,সাংবাদিক,নিহত শিশু উর্মির পরিবারের সদস্যরাসহ সহ¯্রাধিক বিক্ষুব্দ জনতা অংশ নেন।

শেষে প্রাথমিক শিক্ষক নেতা মো. আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য দেন,উপজেলা আওামীলীগের সহ সভাপতি আরিফ-উল-হক, শিক্ষক নেত্রী জাহানারা বেগম, শিক্ষক নেতা মো. মোশারফ হোসেন, শিক্ষক শহীদুল ইসলাম, মো. মাইনুল ইসলাম, কাজল দাস, সুমন্ত্র হাওলাদার সুমন, সাইদুল কবির প্রমূখ ।
সনমাবেশে বক্তারা শিশু উর্মি হত্যাকারী ধষংকদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

উল্লেখ্য, মঠবাড়িয়া থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা মঠবাড়িয়া কন্ঠের নির্বাহী সম্পাদক জুলফিকার আমিন সোহেলের ছোট মেয়ে চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রী উর্মি আক্তার নিখোঁজের তিনদিন পর গত ২৩ জুলাই সকালে বাড়ির অদুরে ডোবা থেকে গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের শিশুটির বাবা জুলফিকার আমিন ওইদিন রাতে অজ্ঞাত দুর্বৃত্তদের আসামী করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ এঘটনায় জিজ্ঞাসা বাদের জন্য উত্তর বড়মাছুয়া গ্রামের কুদ্দস আকনের ছেলে ছগির আকন (৩৫)কে আটক করে আদালতে সোপর্দ দুইদফা রিমান্ডে নেয়। তবে হত্যার রহস্য পুলিশ এখনও উদ্ধারও প্রকৃত হত্যাকারিদের সনাক্ত করতে পারেনি। এ ঘটনার প্রতিবাদে মঠবাড়িয়ায় অব্যহত প্রতিবাদ কর্মসূচি চলে আসছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...